স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দেওয়া ৩২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগার সমর্থকদের বুকে ব্যাথা ধরিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। শেষ বল পর্যন্ত গড়ানো ম্যাচে বাংলাদেশ ৪ রানের জয় পায়।
জিম্বাবুয়ের ব্যাটিং আজ ছিল দুর্দান্ত। বাংলাদেশের ৩২২ রানের জবাবে তারা তোলে ৩১৮ রান। জিম্বাবুয়ের ইনিংসে আজ ছিল চার চারটি ফিফটি। তবে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছেন আটে নামা ডোনাল্ড টিরিপানো। ২০০ এর অধিক স্ট্রাইক রেটে করেন অপরাজিত ৫৫ রান। তাকে নিয়ে সংবাদ সম্মেলনে উচ্ছ্বসিত ছিলেন অধিনায়ক শন উইলিয়ামসও।
‘টিরিপানো আজ দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। সে শেষ পর্যন্ত আমাদের আশা জুগিয়েছে। আমি জানতাম সে ব্যাটিং করতে পারে। আমি খুশি যে, সে আজ ফিফটি করতে পেরেছে।’-বলেন উইলিয়ামস।
আজ জিতলে উদযাপন করতো পুরো জিম্বাবুইয়ান শিবির। এ নিয়ে অধিনায়ক আরো যোগ করেন, ‘যদি টিরিপানো শেষ বলটা ছয় মারতে পারতো। তবে আমরা মাঠে চিৎকার, লাফালাাফি শুরু করতাম। ড্রেসিং রুমেও বাঁধভাঙা উদযাপন করতাম।’
উইলিয়ামস মনে করেন এ জয় তাদের জন্য এ জয় অনেক ভালো হয়েছে, ‘এটা আমাদের জন্য ভালো হয়েছে। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর এ ম্যাচে মাত্র ৪ রানে হার; আমরা হেরেছি, তবে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথে এটা প্রথম পদক্ষেপ। শেষ ম্যাচে এত বাজে হারের পর এ ম্যাচ আমাদের মাথা উঁচু করতে সাহায্য করেছে।’
উইলিয়ামস মনে করেন দলের ব্যাটিং ভালো হলেও বাকি দুই ডিপার্টমেন্টে নজর দেওয়া উচিত, ‘আমি মনে করি আমরা অসাধারণ ব্যাটিং করেছি। আমাদের নিচের দিকের জুটিগুলো যদি শুরুতে হতো, তাহলে আমাদের জয়ের সম্ভাবনা বেড়ে যেতো। এক পর্যায়ে আমরা ভেবেছি কাছাকাছি যেতে পারবো না। শেষ পর্যন্ত এমরা একদম কাছে গিয়েছি। আমি তাদের নিয়ে গর্বিত। তারা যা করেছে তার জন্য খুশি। তবে আমাদের বোলিং এবং ফিল্ডিং নিয়ে আরো বেশি সচেতন এবং নিয়ন্ত্রিত হতে হবে।’
এ দলটি বয়সের হিসাবে একদম তরুণ। এখানে সিনিয়র বলতে টেলর, রাজা আর অধিনায়ক নিজে। তার কথায় উঠে এসেছে এ বিষয়। তবে এখন দলের খেলোয়াড়রা দুর্দান্ত না খেললেও এদের নিয়ে আশা করা যায় বলে মনে করেন উইলিয়ামস। তবে সবার মধ্যে তার বেশি নজর কেড়েছে ওয়েসলি মাধবেরে।
‘এটা একদম তরুণ একটা দল। আমাদের দলে আমি ও টেলর ১০০ এর অধিক ম্যাচ খেলেছি। আর রাজা ৯৯ ম্যাচ খেলেছে। বাকিরা ৫০টি ম্যাচের কাছাকাছিও নেই। তবে এ দল ভবিষ্যতে ভালো করবে। দলে ওয়েসলিকে পাওয়া অসাধারণ কিছু। সে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য দারুণ পাওয়া। ১৯ বছর বয়সে সে যেভাবে মিডল অর্ডার সামলেছে এটা অবিশ্বাস্য।’
জিম্বাবুয়ের বিপক্ষে নিজের রেকর্ড নিজে ভেঙ্গে ক্যারিয়ার সেরা রান করেছেন তামিম ইকবাল। তাকে নিয়ে উইলিয়ামস বলেন, ‘তামিম অসাধারণ খেলেছে। দুর্দান্ত একটি গোছানো ইনিংস উপহার দিয়েছে।
উইকেট সন্ধ্যার তুলনায় দিনে কিছুটা কঠিন ছিল। সে দারুণ খেলেছে। তামিম দুর্দান্ত একজন ক্রিকেটার। বিশ্বজুড়েও তার খ্যাতি রয়েছে। সে রানে থাকুক বা না থাকুক দলে তার উপস্থিতি মানে বিশেষ কিছু।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।