স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের সিরিজে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ জাতীয় ভলিবল দলের। মালদ্বীপের কাছে হেরেছিল বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ৩-১ সেটে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ভলিবল দল। সিরিজের প্রথম ম্যাচে হারলেও এ ম্যাচে আর স্বাগতিকদের সুযোগ দেননি হরষিত-জাবিররা। মালদ্বীপের রাজধানী মালেতে প্রথম ম্যাচে ৩-১ সেটে হেরেছিল বাংলাদেশ।
প্রথম সেটে ২৫-২১ পয়েন্টে জিতে বাংলাদেশ এগিয়ে যায়। তবে দ্বিতীয় সেটেই ২৫-১৬ পয়েন্টে জিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কিন্তু পরের দুই সেটে আর স্বাগতিকদের সুযোগ দেয়নি সফরকারী বাংলাদেশ। বাকি দুটি সেট ২৫-১৫ এবং ২৫-২১ পয়েন্টে জিতে ম্যাচ নিজেদের করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। শুক্রবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে দুই দল।
বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচ, সরাসরি দেখা যাবে বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসে। দ্বিতীয় ম্যাচটি স্টেডিয়ামে বসে উপভোগ করেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহীম মোহাম্মদ সলিহ এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।