বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন হারিয়ে গেলে অযথা আতঙ্কিত হবেন না। খুব সহজেই তা খুঁজে পাওয়া সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও, তা খুঁজে পাওয়ার একাধিক উপায় রয়েছে। যদিও, তার জন্য আপনার হারিয়ে যাওয়া ফোন অন থাকতে হবে। তবে, হারিয়ে যাওয়া ফোন বন্ধ অর্থাৎ সুইচড অফ থাকলেও তা খুঁজে পাওয়া সম্ভব। যদিও সেই ফোন খোঁজার প্রক্রিয়া জটিল। কিন্তু আপনি চাইলেই তা করতে পারেন। স্মার্টফোন হারিয়ে গেলে বা চুরি হওয়ার পরও যদি সুইচড অফ থাকে, তাহলে তা খুঁজে পাওয়ার পদ্ধতি জেনে নিন।
হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাবেন যেভাবে
হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাওয়ার জন্য সেরা টুল ফাইন্ড মাই আইফোন। আই ক্লাউড ওয়েবসাইট থেকে ফাইন্ড মাই আইফোন টুল ব্যবহার করা যাবে। সেখানে নিজের অ্যাপল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন ইন করে অল ডিভাইজ অপশনটি সিলেক্ট করুন। এবার নিজের হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন। তার পরে একটি ম্যাপের উপরে আপনার হারিয়ে যাওয়া ফোন কোথায় রয়েছে, তা দেখিয়ে দেবে এই টুল। এইভাবে খুব সহজেই হারিয়ে যাওয়া আইফোন খুঁজে পাওয়া যাবে।
হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ডিভাইজ ম্যানেজার ব্যবহার করে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ডিভাইস খুঁজে পাওয়া সম্ভব। যে কোনও স্মার্টফোন অথবা কম্পিউটারে ব্রাউজার ওপেন করে ফাইন্ড মাই ডিভাইজ ওয়েবসাইট খুলুন। তার পরে নিজের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন। আপনার কাছে একাধিক অ্যান্ড্রয়েড ডিভাইস থাকলে, যে ডিভাইসটি হারিয়ে গিয়েছে, কেবল মাত্র সেটিই সিলেক্ট করুন। এবার একটি ম্যাপের উপরে নিজের ফোনের লোকেশন দেখতে পাবেন।
আপনার আশপাশে ফোনের লোকেশন দেখালেই, প্লে সাউন্ড অপশনটি সিলেক্ট করুন। এই অপশন সিলেক্ট করলে একটানা ৫ মিনিট আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন রিং হতে থাকবে। এমনকি, ফোন সিলেক্ট অথবা ডু নট ডিসটার্ব মোডে থাকলেও, এই অপশনে ফোন বাজতে থাকবে।
হারিয়ে যাওয়া ফোন লক করবেন যেভাবে
সব স্মার্টফোনেই থাকে অনেক গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত তথ্য। তাই, আপনার ফোনে লক না থাকলে, ফোন হারিয়ে যাওয়ার পরেও তা সুরক্ষিত রাখার জন্য লক করা সম্ভব। ফাইন্ড মাই ডিভাইজ থেকে ফোন লক করার অপশন দেখতে পাবেন, যা আপনার ব্যাঙ্কিং অ্যাপ ও অন্যান্য সোশ্যাল অ্যাপকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।
হারিয়ে যাওয়া আইফোন লক করবেন যেভাবে
ফাইন্ড মাই আইফোন ওয়েবসাইট ওপেন করুন। নিজের অ্যাপল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন। এবার স্ক্রিনের উপরে ডিভাইস মেনুতে ক্লিক করুন। তার পরে হারিয়ে যাওয়া আইফোন সিলেক্ট করুন। এবার লস্ট মুড সিলেক্ট করুন। এরপরে একটি কন্ট্যাক্ট নম্বর বেছে নিন। এবার নেক্সট অপশনে ক্লিক করুন। তার পরে কোনও মেসেজ পাঠাতে চাইলে, তা টাইপ করে সেন্ড করে দিন। সব শেষে ডান অপশনে ক্লিক করুন।
এছাড়াও, ফাইন্ড মাই ডিভাইজ টুল ব্যবহার করে হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন লক করা সম্ভব। পাসওয়ার্ড অথবা পিনের মাধ্যমে হারিয়ে যাওয়া ফোনকে সুরক্ষিত রাখা যাবে। কী ভাবে, সেই উপায়ও জেনে নিন।
ফাইন্ড মাই ডিভাইজ ওয়েবসাইট ওপেন করুন। এবার হারিয়ে যাওয়া ফোনে যে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করা সেই অ্যাকাউন্টে লগ ইন করুন। উপরে মেনু থেকে নিজের হারিয়ে যাওয়া ফোন সিলেক্ট করুন। এবার সিকিউর ডিভাইজ অপশনে ক্লিক করুন। তার পরে ফোনে কোনো মেসেজ পাঠাতে চাইলে তা টাইপ করুন। সব শেষে সিকিউর ডিভাইজ সিলেক্ট করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।