সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের দুটিতেই পরাজিত হয়েছে। গতকাল দুবাইয়ে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাত ফুটবল গ্রাউন্ডে বাংলাদেশ ১-৩ গোলে স্বাগতিক দলের বিপক্ষে হেরেছে। প্রথম ম্যাচের স্কোরলাইনও ১-৩ ছিল।
বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে। আগের ম্যাচেও বাংলাদেশ প্রথমার্ধে দুই গোল হজম করেছিল। পক্ষান্তরে অধিনায়ক আফিদা খন্দকার পেনাল্টিতে এক গোল পরিশোধ করেছিলেন। আজকের ম্যাচেও আফিদা পেনাল্টিতে গোল করেছেন তবে দ্বিতীয়ার্ধে। ততক্ষণে বাংলাদেশ ৩ গোল হজম করে ফেলেছে। ম্যাচ শেষ হওয়ার আধা ঘণ্টা পরও বাফুফে আনুষ্ঠানিক স্কোরশিট পাঠাতে পারেনি। দুই অর্ধে শুধু স্কোরলাইন অবহিত করেছে মিডিয়ায়।
অক্টোবরে সাফ চ্যাম্পিয়ন হওয়া ১৬ নারী ফুটবলার আরব আমিরাত সফরে যাননি। ব্রিটিশ কোচ বাটলার নতুন ফুটবলারদের নিয়ে দুবাই সফর করছেন। দুই ম্যাচে ছয় গোল হজম করলেও ব্রিটিশ কোচ খুশিই রয়েছেন, ‘আমার মেয়েদের খেলায় সন্তুষ্ট। আমি শুধু জয়, জয় চাই এমন মানসিকতার মানুষ নই, আমি উন্নয়ন মানসিকতার একজন। বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য এই এক সপ্তাহ বেশ গুরুত্বপূর্ণ ছিল।’
২৩ জন ফুটবলার নিয়ে দুবাই সফর করছেন বাটলার। আজ দ্বিতীয় ও শেষ ম্যাচ হওয়ায় অনেক ফুটবলারকে তিনি পরখ করেছেন, ‘আমি আজকে অনেককে নামিয়েছি। তারা ভালোই করেছে। প্রতিপক্ষ দলে দীর্ঘদেহী ১০ জন রয়েছে, সুযোগ-সুবিধায় তারা অনেক উন্নত। এসব বিষয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না। আমরা পারব মানসিকতায়, চরিত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে। সেটা এই মেয়েরা দেখিয়েছে, এজন্য আমি খুব গর্বিত। এরাই বাংলাদেশ ও এশিয়ার ফুটবলে ভবিষ্যৎ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।