বিনোদন ডেস্ক: ফের আলোচনায় ‘তোমায় আমি পাইতে পারি বাজি’ গান গেয়ে ভাইরাল হওয়া হাশিম মাহমুদ। এবার তিনি আলোচনায় এসেছেন মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবি ‘হাওয়া’ এর ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামে একটি গানটির মাধ্যমে।
‘তোমায় আমি পাইতে পারি বাজি’ গানটির গীতিকার ও সুরকার ছিলেন তিনি নিজেই। ‘হাওয়া’ ছবির এই গানটিরও গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। গানটি এখন রীতিমতো ভাইরাল। তবে অসুস্থ থাকায় গানটি তিনি গাইতে পারেননি। গেয়েছেন এরফান মৃধা শিবলু নামের এক শিল্পী।
‘তোমায় আমি পাইতে পারি বাজি’ গানটি খালি গলায় গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন হাশিম মাহমুদ। মানুষ দেদারসে শেয়ার করছিলেন গানটির ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় উস্কোখুস্কো ও এলোমেলো দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক গাইছিলেন। কোনো বাদ্যযন্ত্রের তালে নয়। একেবারে খালি গলায় গাইছিলেন। পরে জানা যায়, বৃদ্ধের নাম হাশিম মাহমুদ।
‘হাওয়া’ ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানটিতেও খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। নৌকার সব কাঠ, বাস, হাঁড়ি, পাতিল বাজিয়ে দীর্ঘদিন ধরে গানটি কম্পোজ করেছেন ইমন চৌধুরী। আর এই সব অ-যন্ত্রগুলো বাজিয়েছেন মিঠুন চাকরা।
‘হাওয়া’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলের মতো বড় মাপের সব শিল্পী। তবে এত চরিত্রের মধ্যে সবাইকে তাক লাগিয়ে ‘হাওয়া’র গল্পে কেন্দ্রবিন্দুতে রয়েছে নাজিফা তুষি। ভিন্নতা আছে চঞ্চলের চরিত্রেও। সাদা সোনালি রঙের চুলে আরেকটি নতুন চরিত্রে সবাইকে মুগ্ধ করবেন অভিনেতা।
নারায়ণগঞ্জের বাসিন্দা হাশিম। এখন স্বাভাবিক জীবন যাপনে নেই। সিজোফ্রেনিয়া নামে একটি একটি জটিল মানসিক রোগে আক্রান্ত। ফলে আগের সেই হাশিম আর রেই। চিন্তাধারা ও আচরণে রয়েছে তার নানা অংসগতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।