আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার জ্বালানি জায়ান্ট ও তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লুকওয়েলের চেয়ারম্যান রাভিল মাগানোভ মারা গেছেন। তবে তার মৃত্যুটা হয়েছে অস্বাভাবিক।
লুকওয়েল একটি বেসরকারি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। দুই বছর আগে এটিতে যোগ দেন রাভিল মাগানোভ।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, লুকওয়েলের চেয়ারম্যান হাসপাতালের জানালা দিয়ে পড়ে গিয়ে মারা গেছেন।
স্বাস্থ্যকর্মীরাও জানিয়েছেন, হাসপাতালের জানালা দিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ৬৭ বছর বয়সী রাভির মাগানোভের।
অন্যদিকে লুকওয়েলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলেছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি চেয়ারম্যান রাভিল মাগানোভ প্রচণ্ড অসুস্থতা থেকে মারা গেছেন তিনি।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর লুকওয়েলের চেয়ারম্যান এর বিরুদ্ধে অবস্থান নেন। তাছাড়া যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যুর ব্যাপারে সোচ্চার ছিলেন তিনি।
ইউক্রেনে রাশিয়ার কথিত বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর রাশিয়ার উচ্চপদ্স্থ কয়েকজন কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর তালিকায় নতুন করে যোগ হয়েছে লুকওয়েলের চেয়ারম্যানের নাম।
সূত্র: আল জাজিরা
পৃথিবীর বুকে লুকানো আছে যে মহাদেশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।