বিনোদন ডেস্ক: দেশের গুণী নির্মাতা কাজী হায়াতের বছরটা যেন অসুস্থতার মধ্য দিয়েই গেল। বরেণ্য এই পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ আবার অসুস্থ হয়ে বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।
অসুস্থ হওয়ার ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেন এই গুণী নির্মাতা নিজেই। বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হলে হাসপাতালে যান তিনি। চিকিৎসক এনজিওগ্রাম করানোর কথা বলেছেন। এখন বাকি সব টেস্ট করানোর পরই জানা যাবে পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন।
এছাড়া এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন তার ছেলে অভিনেতা কাজী মারুফ। তিনি বলেন, আমার বাবা কাজী হায়াতকে তার এনজিওগ্রাম পরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি একটু অসুস্থও বোধ করছিলেন। দেশবাসীর কাছে বাবার জন্য দোয়া চেয়ে কাজী মারুফ আরও বলেন, দেশবাসীর কাছে অনুরোধ প্রতিবারের মতো আপনারা আমার আব্বুর পাশে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে যাতে আবার আপনাদের কাছে ফিরে আসতে পারে।
চলতি বছরের মার্চ মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। অবস্থার অবনতি হওয়ার কারণে ভর্তি হয়েছিলেন রাজধানীর একটি হাসপাতালে।
১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন কাজী হায়াৎ; পরে আলমগীর কবিরের সাথে ‘সীমানা পেরিয়ে’ ছবিতেও সহকারী পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন তিনি। ১৯৭৯ সালে ‘দ্য ফাদার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশের পর দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন এ পরিচালক।
পাশাপাশি অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে; লিখেছেন চিত্রনাট্য।
তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত ‘বীর’ তার পরিচালিত ৫০তম সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।