জুমবাংলা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে (১৯ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২০ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন। একইসময়ে চিকিৎসা নিয়ে হাপসাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ২২ জন। শুক্রবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।
কন্ট্রোল রুম আরও জানায়, গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার চেয়ে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা শতকরা ৯ দশমিক ৪ শতাংশ কম।
কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, নতুন ভর্তি হওয়া ২৯ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি ও ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন আর ঢাকা মহানগরী ছাড়া ঢাকা বিভাগসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন। একইসঙ্গে ছাড়পত্র নিয়েছেন যথাক্রমে ৮ জন ও ১৪ জন।
সারাদেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৭৭ জন। এর মধ্যে স্বাস্থ্য অধিদফতরে রিপোর্ট করা ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ভর্তি আছেন ১২০ আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন। সারাদেশে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন শতকরা ৯৯ দশমিক ছয় শতাংশ।
খবর : বাংলাট্রিবিউন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।