বিনোদন ডেস্ক : গত ২৭ ডিসেম্বর পিঠের ব্যথা নিয়ে অস্ট্রেলিয়ায় সিডনির একটি হাসপাতালে যান চিত্রনায়িকা শাবনুর। সেখানে করোনা পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট পান। সেখানেই চিকিৎসা চলছিল তার। এখনও কাশি আছে। শরীরে হঠাৎ হঠাৎ জ্বরও আসছে। শরীরও ভীষণ দুর্বল।
তার পরও ছেলের জন্য হাসপাতাল ছেড়ে বাসায় ফিরতে হয়েছে শাবনূরকে। কারণ একমাত্র ছেলে আইজান নেহানও করোনায় আক্রান্ত। বাসায় অসুস্থ ছেলেকে একা রেখে হাসপাতালে মন টিকছিল না তার। তাই অসুস্থ শরীর নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে আসেন শাবনূর।
সূত্র জানিয়েছে, ছেলের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে উদগ্রীব হয়ে আছেন শাবনূর। গত ২৯ ডিসেম্বর ছিল আইজানের জন্মদিন। ওই সময় হাসপাতালে থাকায় ছেলের কাছে থাকতে পারেননি তিনি। এ নিয়েই মন খারাপ ছিল তার। এখন ছেলের করোনা হওয়ার খবর শুনে তিনি বেশ ভেঙে পড়েছেন।
হাসপাতাল থেকে বাসায় ফেরার পর শাবনূর গণমাধ্যমকে বলেন, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু উপসর্গই এখনো পুরো শেষ হয়নি। খাওয়াদাওয়ায় অরুচিও আছে। হাসপাতালে থাকলে হয়তো এই কয় দিনে আরও উন্নতি হতো। কিন্তু অসুস্থ ছেলেকে বাসায় একা রেখে হাসাপাতালে থাকতে পারলাম না। বাসায় এসে মা–ছেলে দুজন দুই রুমে আইসোলেশনে আছি। কারণ আইজানের সমস্যাটা একটু কম। শান্তি লাগছে, ছেলেটা চোখের সামনেই আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।