স্পোর্টস ডেস্ক: সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। বল হাতে টাইগারদের শুরুটা ভালোই হয়েছে। একে একে তিন আইরিশ ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন পেসার মাহমুদ হাসান। উইকেট পেয়েছেন তাসকিন আহমেদও।
পঞ্চম ওভারে দলীয় ১২ রানে স্টিফেন ডোহেনিকে মুশফিকুর রহীমের ক্যাচ বানিয়েছেন হাসান। ২১ বলে ৮ রান করেছেন এই ওপেনার। এরপর এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন অপর ওপেনার পল স্টারলিংকে। ১২ বলে ৭ রান করতে পেরেছেন তিনি। হাসানের তোপে হ্যারি টেক্টর তো খুলতে পারেননি রানের খাতাই।
অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিও টিকতে পারেননি বেশিক্ষণ। ১৮ বলে ৬ রান করে তাসকিন আহমদের শিকার হয়েছেন তিনি। প্রতিবেদন লেখার সময় আয়ারল্যান্ডের স্কোর ১৮ ওভারে ৪ উইকেটে ৬৭ রান। লরকান টাকার ২৮ রান ও কুর্তিস ক্যাম্ফার ১৬ রানে ব্যাট করছেন।
উল্লেখ্য যে প্রথম ওয়ানডেতে ১৮৩ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে রেকর্ড ৩৪৯ রানের স্কোর গড়েও বৃষ্টির কারণে জেতা হয়নি টাইগারদের। ফলে আজকের তৃতীয় ও শেষ ওয়ানডের ওপরই নির্ভর করছে সিরিজের ফল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।