জুমবাংলা ডেস্ক : ‘মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে খুনি হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সোমবার (১৬ ডিসেম্বর) শাহবাগে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় সংগঠক আলী নাছের খান, যুগ্ম মুখ্য সংগঠক নিজাম উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
সারজিস আলম বলেন, ইতিপূর্বে এই জনপদের রাষ্ট্র হয়ে ওঠার সুযোগ এসেছিল কয়েকবার। ১৯৪৭ সালে সেই সুযোগ কাজে লাগানো যায়নি। ৭১ সালে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে সংবিধান ধ্বংস করেছিল, বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের কাছে লিজ দিয়েছিল।
তিনি আরও বলেন, এই মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে খুনি হাসিনা বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষকে নাগরিক হয়ে উঠতে দেয়নি। ২৪-এর অভ্যুত্থানের পর আমাদের আবার সুযোগ এসেছে নাগরিক হয়ে ওঠার। ছাত্র-জনতা এবার সেই লক্ষ্যে এগিয়ে যাবে।
সমাপনী বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা একটি দীর্ঘ ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের ঘাড়ে দিল্লির হিন্দুত্ববাদী আগ্রাসন নিশ্বাস ফেলছে। এই বিজয় দিবসে আমাদের দুইটি শত্রু থেকে সচেতন থাকতে হবে। দিল্লির হিন্দুত্ববাদী আগ্রাসী শক্তি এবং দিল্লির এক্সটেনশন মুজিববাদ। ঢাকা এই দুই শত্রুকে পরাজিত করে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ২৪-এর বিজয় দিবসে আমরা শপথ নিতে চাই, আমাদের শরীরে যত দিন রক্ত থাকবে, আমরা তত দিন এ দেশে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেব না, মুজিববাদ পুনর্বাসন হতে দেব না, চাঁদাবাজি-টেন্ডারবাজি হতে দেব না, বাংলাদেশে কোনো বিশ্বমোড়লদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হতে দেব না। আমরা বারবার বলি, তোমাদের আছে ক্ষমতা আর টাকা, আমাদের আছে তাজা রক্ত। আমরা নিজেদের জীবন ও রক্তকে বাংলাদেশের জন্য উৎসর্গ করে দিলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।