হাসির রিল ভিডিও দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন মাহিয়া মাহি

হাসির রিল ভিডিও দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। মাঝে মাঝে চলচ্চিত্রের আয়োজনেও তার উপস্থিতি নজর কাড়ে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা। ইতোমধ্যে তার বিভিন্ন পোস্ট ভাইরালও হয়েছে।

হাসির রিল ভিডিও দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন মাহিয়া মাহি

বৃহস্পতিবার (৯ জুন) মধ্যরাতে ফেসবুকে একটি রিল ভিডিও পোস্ট করেছেন মাহি। পুরো ভিডিওতে তার হাসিমুখ নেটিজেনদের নজর কেড়েছে।

গত ২৭ মে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২১ আয়োজন। সেখানে হাজির হয়েছিলেন মাহি। ওই অনুষ্ঠানে বিভিন্ন মুহূর্তে ধারণ করা মাহির হাসিমুখ কেটে একত্রিত করেছেন নায়িকা। সঙ্গে যুক্ত করেছেন একটি হিন্দি গানের কিছু অংশ। আর সেই ভিডিওটিই নিজের ওয়ালে পোস্ট করে অনুরাগীদের দেখার সুযোগ করে দিয়েছেন তিনি।

কিছুদিন আগে গুঞ্জন ওঠে, নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিচ্ছেন মাহি। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নায়িকা জানিয়েছেন, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, এমন কিছুই নয়। আগে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। কিন্তু এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

নায়িকা আরও জানান, তার মাথায় আরেকটি ব্যবসায়িক ভাবনা এসেছে। তিনি প্রযোজক হতে চান। অর্থাৎ সিনেমায় অর্থলগ্নি করবেন। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান তিনি। তবে কবে নাগাদ তিনি প্রযোজনায় নামবেন, সে প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি মাহি।

প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনো বন্ধুদের সঙ্গে, আবার কখনো শুধু তারা দুজনে। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়ত দেখছে নেটিজেনরা।

প্রথমবারের মতো ক্যামেরায় রানি মুখার্জির মেয়ে, কিউটনেস-এ টেক্কা দেবে তৈমুরকে