![](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2024/04/%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE.jpg?resize=788%2C445&ssl=1)
জুমবাংলা ডেস্ক : রাজধানীর মতিঝিলে ‘হিটস্ট্রোকে’ এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর, তবে পরিচয় শনাক্ত হয়নি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি রিকশা চালিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে ফুটপাতে এসে বসে পড়েন। এরপর পেট ধরে সেখানেই শুয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমজনিত কারণে বা হিট স্ট্রোকে তার মৃত্যু হতে পারে।
মতিঝিল থানার এসআই জহিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই। তবে চিকিৎসক জানায় তিনি আর বেঁচে নেই। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।