আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে হিমশীতল পানিতে টানা ৪৫ মিনিট ধরে ২০২২টি ডুব দিয়ে ইংরেজী নববর্ষকে বরণ করে নিয়েছে এক যুবক। নাম তার সদানন্দ দত্ত। সে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা।
শনিবার (০১ জানুয়ারি) মল্ল রাজাদের স্মৃতি বিজড়িত লালবাঁধের পাড়ে পরপর ২০২২ টি ডুব দেন তিনি। তবে হিমশীতল পানিতে তিনি যখন ডুব দিচ্ছেন, সে সময় তাপমাত্রার পতনে কাঁপছে বাঁকুড়া জেলা। এ সময় পাড়ে দাঁড়িয়ে সদানন্দের অভিনব বর্ষবরণ উপভোগ করেন বিষ্ণুপুরের সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরাও।
সদানন্দ জানিয়েছেন, বছর পাঁচেক আগে পানিতে ডুব দিয়ে বিশ্বরেকর্ড করার পরিকল্পনা করেন তিনি। তবে কতগুলো ডুব দিলে তা সম্ভব, সেটি জানা নেই তার। তাই তিনি ঠিক করেন, সালের সংখ্যা গুণেই ডুব দেবেন। সেই থেকে প্রতি বছর ডুব দিয়ে আসছেন। যতদিন বাঁচবেন, এভাবেই বর্ষবরণ করবেন বলে জানান তিনি।
আর লালবাঁধের সঙ্গে সদানন্দের সম্পর্ক সেই ছোটবেলা থেকে। সাঁতারে দক্ষতা থাকায় তাকে বিষ্ণুপুর পৌরসভার নিজস্ব সুইমিং পুলে অস্থায়ী প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণের আশঙ্কায় বছর দেড়েক আগে সুইমিং পুলটি বন্ধ হয়ে যায়। এর ফলে কর্মহীন হয়ে পড়েন সদানন্দ। তবে কাজ হারালেও লালবাঁধের সঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়নি সদানন্দের। হাড়কাঁপানো শীত বা প্রখর গ্রীষ্ম―নিয়মিত লালবাঁধে হাজির হয়ে সাঁতারের বিভিন্ন কৌশল অনুশীলন করেন এই যুবক।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।