হিমাগরে আলু রাখার ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। পূর্বে যা দেওয়া লাগতো তার থেকে এক টাকা বেশি দিতে হবে। সব মিলিয়ে এখন আট টাকা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে দিয়েছেন হিমাগার মালিক সমিতির সভাপতি মোস্তফা আজাদ।
মোস্তফা আজাদ আজ এক সংবাদ সম্মেলন ডাকেন। এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় তার নিজস্ব কার্যালয়ে। তারা নিজস্ব কার্যালয় অবস্থিত ঢাকার পল্টনে। গত বছরে আলু হিমাগারে রাখার খরচ ছিল সাত টাকা। কিন্তু বর্তমানে তা এক টাকা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে।
অনেকদিন ধরেই হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে ঘোষণা করার বিষয়টি তুলে ধরা হচ্ছে। কিন্তু তা বাস্তবে করা হয়নি। এজন্য কৃষিভিত্তিক শিল্প হিসেবে যেন বিষয়টিকে ঘোষণা করা হয় সেজন্য সমিতির নেতারা কথা বলছেন।
এ সংস্থা আরো মনে করে যে, তাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। এ বিদ্যুৎ বিলের বিষয়টি নিষপত্তি হওয়া প্রয়োজন। বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার ১৭ শতাংশ পর্যন্ত রয়েছে। তারা এটা কমিয়ে সাত শতাংশে নামিয়ে আনতে আগ্রহী। তিন মাস পর পর ঋণের কিস্তি পরিশোধ করতে হয়।
তারা এটি এক বছর পরপর পরিশোধ করতে আগ্রহী। এ সমস্ত বিষয় নিয়ে দাবি জানিয়েছেন তারা। তবে তাদের এসব দাবি শীঘ্রই কার্যকর হওয়ার কোন সম্ভাবনা নেই। সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি বা কোন পরিকল্পনা নেওয়া হয়নি। সাধারণত বাংলাদেশে এক বছরে ৯০ লাখ টন আলুর দরকার হয়। হিমাগার মালিক সমিতি আরো জানায় যে বাংলাদেশে বর্তমানে ৩৬৫ টি হিমাগার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।