আমার নুসরাত আমাকে ছেড়ে চিকন আলীর সাথে পালিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা: আলম প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ১৮ জুলাই ২০২১
কিছুদিন আগেই নুসরাতের সঙ্গে হিরো আলমের সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে আসে। সে খবরটিকেও ভুয়া বলে দাবি করেন তিনি। এবার নিজের ফেসবুক একাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে বউয়ের সাথে নিজের সম্পর্কের অবস্থা জানিয়েছেন হিরো আলম। শনিবার (১৭ জুলাই) নিজের ফেসবুক একাউন্ট থেকে পোস্টটি শেয়ার করেন আলম।
তিনি লিখেন, ‘কিছু ভুয়া পেজ এবং ইউটিউব আছে যাদের খেয়ে কোনো কাজ নাই বাজে কিছু গুজব রটাচ্ছে আমার নুসরাত নাকি আমাকে ছেড়ে চিকন আলীর সাথে পালিয়ে গেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেউ গুজবে কান দিবেন না আমরা অনেক সুখে সান্তিতে সংসার করছি তাই হয় বা অনেকেরই সহ্য হচ্ছে না তাই আজে বাজে নিউজ করছে ইউটিউবে পেজে ভিউ বাড়ানোর জন্য ইনকাম করার জন্য আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে ভিডিও বানাচ্ছে আমরা একসাথে আছি সং করছি সবাই দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়!’
প্রসঙ্গত, কিছুদিন আগেই হিরো আলমের ফেসবুক পেজ ভেরিফায়েড হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়ে হিরো আলম লিখেছিলেন, সবাইকে শুভ সকাল। আজকের সকালটা খুব ভালো। আজ আমার পেজটা ভেরিফায়েড হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।