বিনোদন ডেস্ক : একের পর এক চমক দিয়ে যাচ্ছেন দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা হিরো আলম। নিজের কণ্ঠে গেয়ে ভাইরাল গান জন্ম দিচ্ছেন ব্যাপক আলোচনা-সমালোচনার। তার কণ্ঠে সুর না থাকলেও আছে ইউটিউব চ্যানেল। সেখানে তিনি প্রতিনিয়ত বিনোদনমূলক অনেক ধরনের কাজ আপলোড করেন। কয়েক দিন পরপরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কি-না ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হয়।
এবার বর্তমান সময়ের ভাইরাল দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’ সিনেমার গান নিয়ে হাজির হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, যে যাই বলুক, তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রমী, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না, তবুও কষ্ট করে গান গেয়েছি। আশা করছি, অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।
গত ৭ ফেব্রুয়ারি হিরো আলম গানটি ইউটিউবে প্রকাশ করেছেন। এক দিন পেরিয়ে যেতেই গানটির ভিউ হয়েছে দেড় লাখের ওপরে। যা এখন ভাইরাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।