হিরো আলমের জন্য গভীর রাতে বগুড়া শহরে চিত্রনায়িকা মুনমুন
বিনোদন ডেস্ক: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে লড়ছেন হিরো আলম। আপাতত ভোটের প্রচারে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। তার প্রচারণায় যোগ দিয়েছিলেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন।
তিনি বলেন, হিরো আলম আমার খুব স্নেহের ছোট ভাই। সে আমাকে বলল, আপু আমি তো ইলেকশন করছি আপনি একটু এসে আমাকে দোয়া দিয়ে যান। তাই ওকে দোয়া দিতে আসলাম।
চিত্রনায়িকা মুনমুন শহরের সাতমাথায় রাত ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রচারণা চালান। একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সেখানে উপস্থিত ভোটারের উদ্দেশে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়। সে নির্বাচিত হলে প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়ন হবে।’
হিরো আলমের উদ্দেশে মুনমুন বলেন, তুমি চেষ্টা করেছিলে সারা বাংলাদেশে হিরো আলম হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশের বেশির ভাগ মানুষ এখন তোমাকে চিনে। তুমি যে যুদ্ধেই নেমেছো, একেকটা করে জয়লাভ করেছো। যেহেতু তুমি সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছো, আশা করি এখানেও সফল হবে।
তিনি যোগ করেন, হিরো আলম একদম রুট লেভেল থেকে উঠে এসেছে। তাই সেই শ্রেণীর মানুষের যে চাওয়া পাওয়া, হিরো আলম আমাদের চেয়ে সেটা ভালো জানে। তাই আমার চাওয়া, হিরো আলম যে এলাকা থেকে নেতৃত্ব দিতে চাচ্ছে, সে সেখানে সফল হবে। সে খুব বুদ্ধিমান ছেলে। সে হয়তো মানুষের অন্তরের কথা বুঝে। সে অনেক দূর যেতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।