হিরো আলমের ‘বারোভাতারি’ শিরোনামে নতুন গান (ভিডিও)

হিরো আলমের নতুন গান (ভিডিও)

জুমবাংলা ডেস্ক : বগুড়ার আলোচিত যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা, গান নিয়ে আসেন নিজের মতো করে। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পর পরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কি-না ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে।

হিরো আলমের নতুন গান (ভিডিও)
ফাইল ছবি

এবার তিনি ‘বারোভাতারি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন। ৩১ মে গানটি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। গানটিতে তিনি নিজেই মডেল হয়েছেন। যা ইতোমধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।’

YouTube video player