বিনোদন ডেস্ক: চারপাশের নানা সমালোচনা পাশ কাটিয়ে আপন গতিতে ছুটে চলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হিরো আলম। এখন পর্যন্ত তিনি প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান করেছেন। সম্প্রতি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পুষ্পা গান কাভার করেছেন হিরো আলম। কণ্ঠশিল্পী না হয়েও তিনি কেন গান করেন, তার কারণ জানালেন আশরাফুল আলম।
জাতীয় এক দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, প্রথমেই বলি আমি কোনো কণ্ঠশিল্পী না। ভালো লাগা থেকে গান করি। সারাবিশ্বে আমার অসংখ্য ভক্ত রয়েছে। তারা তো আর আমার বাংলা ভাষা বুঝবেন না। এজন্য মূলত আমি বিভিন্ন ভাষায় গান করি। এখন পর্যন্ত প্রায় দশ ভাষার ৬০টির বেশি গান কাভার করেছি। আমার গান নিয়ে কে কী বলল, তা আমি পরোয়া করি না।
নতুন ছবি নিয়ে হিরো আলম বলেন, বউ জামাইয়ের লড়াই, নষ্ট হওয়ার কষ্ট ও টোকাই নামে আমার তিনটি ছবি প্রস্তু আছে। সময় ও সুযোগ বুঝে যে কোনো সময় মুক্তি দিব। আমরা কাজের চেয়ে কথা বলি বেশি। দেশের হল মরে যাচ্ছে আর আমরা আছি হিংসা নিয়ে। করোনার মধ্যে কেউ যখন ছবি মুক্তি দিচ্ছেলন না, সেইসময় আমার সাহসী হিরো আলম ছবিটি মুক্তি দিয়েছিলাম। আমি পাঁচটি সিনেমা করেছি। এখান থেকে কম করে হলেও ৫০টা পরিবারের দশদিনের খাবারের ব্যবস্থা হয়েছে।
হিরো আলমের সফলতার রহস্য কী? উত্তরে তিনি বলেন, আমার সফলতার প্রধান কারণ পরিশ্রম ও ত্যাগ। অনেক ত্যাগ আর পরিশ্রমের মাধ্যমেই আজ আমি একটাপর্যায়ে পৌঁছেছি। আমি সবাইকে বলব, হিরো আলম যদি মফস্বল গ্রাম থেকে উঠে এসে এত কিছু করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না? আমাকে দেখে আপনারা ভেতরে সাহস আনতে পারেন যে, হিরো আলম পারলে আমরাও পারব।
ডেটিং অ্যাপে বলিউড সুন্দরী জাহ্নবী-নেহা শর্মা-বাণী কাপুররা, যেভাবে দেখা করার সুযোগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।