আন্তর্জাতিক ডেস্ক : হিলারি ক্লিনটন এবং বেশ কয়েকজন ডেমোক্র্যাট সদস্যের ওপর মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পৃক্ততার দোহাই দিয়ে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে অভিযুক্তরা জালিয়াতির চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছেন ট্রাম্প।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্বাচনে জালিয়াতির চেষ্টার অভিযোগ উঠেছিল ট্রাম্প ও তার প্রচারদলের বিরুদ্ধে। দীর্ঘ সময় ধরে বিষয়টি আলোচনায়ও ছিল।
এরপর ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হওয়ার পর ব্যাপক জালিয়াতির অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ক্ষমতায় বসেছেন জো বাইডেন। জানা গেছে, ফ্লোরিডার ফেডারেল আদালতে ১০৮ পাতার অভিযোগ দায়ের করেছেন ট্রাম্প।
সেই অভিযোগে বলা হয়েছে, সংঘবদ্ধভাবে কাজ করে অভিযুক্তরা অন্যায়ভাবে ষড়যন্ত্র করে মিথ্যা বর্ণনা ছড়ায় যে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিদেশি শত্রুরাষ্ট্র সহযোগিতা করেছে। ট্রাম্পের করা মামলার ব্যাপারে হিলারি ক্লিনটন কিংবা ডেমোক্র্যাট অন্য নেতাদের কেউ এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।