জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবের কারণে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হিলি বন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে সরকারি ছুটির কারণে ভারতীয় ব্যবসায়ীরা আজ (১৫ মার্চ) হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। তাদের সংগঠন হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন বিষয়টি আমাদের জানিয়েছে।
তিনি আরও জানান, শনিবার ভারতের পক্ষ থেকে কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশের অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউজে পণ্য লোড-আনলোডের কাজ চলছে। রোববার থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও স্বাভাবিক হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন চেকপোস্ট উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত। তাই হোলি উৎসব উপলক্ষে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, হোলি উৎসবের কারণে এক দিনের এই বিরতির প্রভাব সামান্য। রোববার থেকে আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।