আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মঙ্গলবার বলেছেন, ‘মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্য যেকোন মানবিক সংগঠনের কর্যক্রম চালানোর তহবিলের যোগান হ্রাসের সময় এখন না।’ খবর এএফপি’র।
বৈশ্বিক করোনাভাইরাস মোকাবেলায় অব্যবস্থাপনার জন্য জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাকে দেয়া তহবিল যুক্তরাষ্ট্র হ্রাস করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দেয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী হতে বিশ্ব প্রচেষ্টা চালানোর ক্ষেত্রে এ তহবিলের যোগান অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্যই সমর্থন করবে এমনটাই আমার বিশ্বাস।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


