নুহাশ হুমায়ুন প্রথম ব্যক্তি যিনি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে বাংলাদেশি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। হুলু প্লাটফর্মটি যুক্তরাষ্ট্র ভিত্তিক।
হুলু খুব শীঘ্রই এই প্রজেক্ট এর নাম প্রকাশ করবে। প্রজেক্টের কাজ এখনো সমাপ্ত হয়নি বরং চলমান রয়েছে। তবে প্রজেক্ট টি কোন ওয়েব সিরিজের মত বড় নয় বরং একটি কন্টেন্ট মাত্র।
এর আগে ভারতের ওটিটি প্লাটফর্ম এ বাংলাদেশের কন্টেন্ট রিলিজ হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওটিটি প্লাটফর্মে এবারই প্রথম যে বাংলাদেশের কন্টেন্ট পাবলিশ হতে চলেছে। এ প্রজেক্টর ভাষা হবে একই সাথে ইংরেজি ও বাংলা।
নুহাশ একটি জনপ্রিয় হলিউড এজেন্সির সাথে কন্ট্রাক্ট সাইন করেছেন। এজেন্সির অধীন তিনি বর্তমানে প্রজেক্টর কাজ করছেন।
বর্তমানে এই প্রজেক্টের কোন নাম দেওয়া হয়নি। তবে নুহাশ এটির স্ক্রিপ্ট লিখছেন এবং নিজ দায়িত্বে পরিচালনা করছেন।
কন্টেন্টের প্রয়োজনে বাংলাদেশ এ ভিডিও শট নেওয়া হয়। ওই ভিডিও এর ফাইনাল ভার্সন হুলুতে পাঠিয়ে দেওয়া হয়েছে। নুহাশ আশা করছেন খুব শীঘ্রই এই প্লাটফর্ম থেকে আনুষ্ঠানিকভাবে সুসংবাদ পাবেন।
এর আগেও যুক্তরাষ্ট্রের একটি ফিল্ম ফেস্টিভালে তিনি পুরস্কার লাভ করেছিলেন। তার একটি শর্ট ফিল্ম ‘বেস্ট হরর ফিল্ম’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছিল।
মশারি নামের ওই শর্ট ফিল্মটি কানাডার মার্কেটেও জনপ্রিয়তা পেয়েছিল। এমনকি সাউথ ইস্ট ফিল্ম ফেস্টিভালে এটি সবার সম্মুখে দেখানো হয়। নুহাশ হুলু এর প্রজেক্ট এর কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত এবং তিনি আরো সামনে এগিয়ে যেতে চান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।