হৃতিক-দীপিকাকে ছাপিয়ে নজর কেড়েছেন ঋসভ সাহনি, কে এই ভিলেন

বিনোদন ডেস্ক : মাত্রই এসেছে সিদ্ধার্থ আনন্দ’র বলিউড ছবি ‘ফাইটার’ ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন আর উত্তেজনায় এখন ভাসছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন ভক্তরা। তবে তাদের মধ্যে থেকে আলাদাভাবে নজর কেড়েছেন নগাবত খল অভিনেতা।

হৃতিক-দীপিকাকে ছাপিয়ে নজর কেড়েছেন ঋসভ সাহনি, কে এই ভিলেন

ফাইটার ট্রেলার সামনে এনেছে নতুন এ ভিলেনকে। মাত্র কয়েকটি শটেই তিনি নজর কাড়তে সক্ষম হন। এই অভিনেতার নাম ঋসভ সাহনি। এর মাধ্যমেই বলিউডে তার অভিষেক হতে যাচ্ছে।

অনেকেরই আগ্রহ এখন এই অভিনেতাকে ঘিরে। হৃতিকের সঙ্গে কয়েকটি সিনে তাকে দেখা গেলেও তা ছিল দর্শকরে জন্য অন্যরকম এক অভিজ্ঞতা। কারণ তার লুকটা এতটাই ভয়নকভাবে সামনে এসেছে যে, অনেকেই চমকে গেছেন।

ঋসভ প্রসঙ্গে জানা যায়, তাঁর ক্যারিয়ারের পথচলা মডেলিংয়ের মাধ্যমে। তাকে র‌্যাম্পেও নিয়মিতই দেখা গেছে। খ্যাতনামা সব ডিজাইনের পোশাক পরে হেঁটেছেন তিনি।

অভিনয়ও করেছেন। তবে সেটা টিভি সিরিয়ালে। ২০২১ সালে নিথিল আধভানির টিভি সিরিজ ‘দ্য এম্পায়ার’র মাধ্যমে তার আত্মপ্রকাশ। আলোচিত তেমন কোনো কাজে সেভাবে তাকে পাওয়া যায়নি বলেই বিগবাজেটের ফাইটারে তিনি বড় চমক হিসেবে সামনে এসেছেন।