সুপারস্টার হৃতিক রোশন শুধু নায়ক হিসেবে নয়, এবার প্রযোজক ও পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। ২৫ বছরের অভিনয় জীবনের পর, নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন তিনি—এবার নিজের গল্প নিজের মতো ভাবছেন, নিজের ভিশন নিয়ে কাজ করছেন।
‘কৃষ ফোর’-এ পরিচালকের আসনে বসবেন হৃতিক। পাশাপাশি, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এইচআরএক্স ফিল্মস’-এর মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে ওয়েব সিরিজ নির্মাণ করছেন, যা মুক্তি পাবে আমাজন প্রাইম ভিডিওতে।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘সুপার থার্টি’-র প্রযোজনায় নাম যুক্ত থাকলেও, মূল প্রযোজক হিসেবে তেমন সরাসরি যুক্ত ছিলেন না হৃতিক। এবার এই ওয়েব সিরিজের মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।
সংবাদমাধ্যম পিপিংমুন জানিয়েছে, প্রায় তিন বছর ধরে সিরিজটির কনসেপ্ট নিয়ে কাজ করছেন হৃতিক। তিনিই খুঁটিনাটি তত্ত্বাবধান করছেন। গল্প ও অভিনেতাদের নাম এখনও গোপন রাখা হয়েছে। তবে জানা গেছে, এটি একটি সামাজিক থ্রিলার। শুটিং শুরু হবে এ বছরের শেষের দিকে।
অন্যদিকে, ‘কৃষ ফোর’-নিয়ে ব্যস্ত সময় পার করছেন হৃতিক। কৃষ সিরিজের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে এক দশক আগে। ‘কোয়ি… মিল গায়া’, ‘কৃষ’ ও ‘কৃষ থ্রি’ পরিচালনা করেছিলেন হৃতিকের বাবা রাকেশ রোশন। বহুদিন ধরে তিনি চেয়েছিলেন সুপারহিরোকে আবার পর্দায় ফিরিয়ে আনতে। কিন্তু গত বছর পরিচালনা থেকে অবসর নেন এবং চতুর্থ সিনেমার দায়িত্ব তুলে দেন হৃতিকের ওপর।
ক্যামেরার পেছনে হৃতিক নতুন নন। নায়ক হিসেবে অভিষেকের আগে তিনি বাবার সঙ্গে চারটি সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। সিনেমাগুলো হলো ‘খুদগারজ’, ‘কিং আঙ্কেল’, ‘করণ অর্জুন’ ও ‘কয়লা’।
‘কৃষ ফোর’-এ অনেক কিছুই বদলাচ্ছে। আগের সিনেমাগুলোয় দ্বৈত চরিত্রে ছিলেন হৃতিক; এবার তিনটি চরিত্রে তাকে দেখা যাবে—বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষ এবং মূল খলনায়ক। গল্পে অতীত, বর্তমান ও ভবিষ্যতের টাইম ট্রাভেল থাকবে। হৃতিকের সঙ্গে থাকবেন রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় ও প্রিয়াঙ্কা চোপড়া।
চিত্রনাট্য লেখার কাজ শেষ। প্রি-প্রোডাকশনের কাজ পুরোদমে চলছে। কিছুটা বাজেট জটিলতা থাকলেও তা সমাধান হয়েছে। আগামী বছরের মাঝামাঝি থেকে ‘কৃষ ফোর’-এর শুটিং শুরু হবে। সিনেমা মুক্তি পাবে ২০২৭ সালে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।