বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা হৃতিক রোশন। ব্যতিক্রমী নাচ ও অভিনয়দক্ষতায় গোটা বলিউড মুগ্ধ করে রেখেছেন এ সুপারস্টার।
সোমবার এ তারকার জন্মদিন। বিশেষ এ দিনে ভক্তদের উপহার দিয়েছেন হৃতিক। আসন্ন ‘বিক্রম বেদা’ সিনেমার ‘বেদা’ চরিত্রে নিজের লুক শেয়ার করেছেন তিনি। সিনেমাটি চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে।
‘কাহো না পেয়ার হ্যায়’ দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন হৃতিক। এরপর আর তাঁকে থামতে হয়নি। সিনেমায় চরিত্রের বৈচিত্র্য আর নাচের কারণে বিখ্যাত হৃতিক রোশন।
কিন্তু, জানলে হয়তো অবাক হবেন—মাত্র ২১ বছর বয়সে হৃতিককে বলা হয়েছিল, তিনি আর কখনো নাচতে পারবেন না। কারণ, স্কোলিওসিস রোগে আক্রান্ত হন তিনি। পরে সে রোগমুক্তি হয়েছে তাঁর। আর পরে হয়ে ওঠেন বি-টাউনের অন্যতম নৃত্যশিল্পী।
ভারতীয় গণমাধ্যম ডিএনএ এক প্রতিবেদনে আরো জানিয়েছে, একসময় তুখোড় ধূমপায়ী ছিলেন হৃতিক রোশন। মজার ব্যাপার হলো, ‘হাউ টু স্টপ স্মোকিং’ শিরোনামের একটি বই পড়ে ধূমপান ছেড়ে দেন তিনি। হৃতিক রোশনের ডাকনাম ‘ডুগ্গু’। এ নাম রেখেছিলেন তাঁর দাদি। আর, হৃতিকের বাবা রাকেশকে তিনি ডাকতেন ‘গুড্ডু’ নামে।
হৃতিকের বাবা, একসময়ের জনপ্রিয় অভিনেতা, রাকেশ রোশন বর্তমানে বলিউডের নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যকার। সিনেমায় ঢোকার আগে বাবাকে সহায়তা করতেন হৃতিক। ওই সময় চা দেয়া থেকে শুরু করে মেঝে ঝাড়ু পর্যন্ত হেন কাজ নেই, যা করেননি হৃতিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।