Advertisement
বিনোদন ডেস্ক : চলে গেলেন হৃত্বিক রোশনের দাদু জে ওম প্রকাশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। বুধবার মুম্বাইয়ে তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জে ওম প্রকাশ।
বুধবার সকালে অভিনেতা দীপক পরাশর নিজের সোশাল হ্যান্ডেলে জে ওম প্রকাশের মৃত্যুর খবর প্রকাশ করেন। তিনি জানান, সকাল ৮টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর প্রিয় মামা। ভারতীয় সিনেমার ইতিহাসে জে প্রকাশের অবদান ভোলার নয় বলেও জানান দীপক পরাশর।
জানা যাচ্ছে, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মুম্বাইয়ের ভিল পারলেতে শেষকৃত্য সম্পন্ন হবে দীপক পরাশরের।
আপ কি কসম, আখির কিউ, আপনা বানা লো, আপনাপন, আশা, অর্পণ, আয়ে মিলন কি বেলাসহ একাধিক জনপ্রিয় সিনেমার পরিচালনা করেন জে ওম প্রকাশ। তাঁর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।