দেশে ফেরার মাত্র দুই সপ্তাহের মাথায় ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে গুলশান-২ এর ৮৬ নম্বর রোডে অবস্থিত দলের চেয়ারপারসনের কার্যালয়ে যান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।দলের নেতারা জানান, হঠাৎ করেই পায়ে হেঁটে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন তারেক রহমান। এ সময় তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন।
কালো স্যুট পরিহিত তারেক রহমান কঠোর নিরাপত্তার মধ্যে অফিসে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।
তাৎক্ষণিকভাবে যারা তারেক রহমানকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে তাকে স্বাগত জানান।
গুলশানের ফুটপাতে দাঁড়িয়ে থাকা সোহরাব উদ্দিন বলেন, আমি প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ দেখি, ফুটপাত দিয়ে তারেক রহমান সাহেব হেঁটে যাচ্ছেন। সঙ্গে সিভিল ড্রেসে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। এটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে।
দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোকের মধ্যেও তিনি নিয়মিত অফিস করছেন।
এ সময় তিনি বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। পাশাপাশি সামনে থাকা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক খোঁজখবর নিচ্ছেন এবং দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন।
শুক্রবার পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।এ দিকে রাত ৯টায় গুলশানের ওই কার্যালয়েই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


