হেয়ার স্ট্রেটনার কি আসলেই চুলের ক্ষতি করে

হেয়ার স্ট্রেইটনার

লাইফস্টাইল ডেস্ক : নিজের লুক বদলাতে চাইলে হেয়ার স্টাইলিং কোনো বিকল্প নেই। আর চুলের পরিবর্তনে হিট স্টাইলিং মাস্ট। এই স্ট্রেটনার ব্যবহারের সময় অনেকেই করে বসেন ভুল। যা চুলের জন্য হতে পারেন বড়সড় ক্ষতি কারণ। অনেকে না বুঝেই স্ট্রেটনারের উপর দোষ চাপিয়ে দেন। তাই আগে হেয়ার স্ট্রেটনারের সঠিক ব্যবহার জানতে হবে। তা নাহলে বড় ক্ষতি হতে পারে আপনার সাধের চুলের।

হেয়ার স্ট্রেইটনার

চুলের সাজে অনেকেই করেন হিট স্টাইলিং। হেয়ার স্টাইলিং টুলটি দিয়ে ইচ্ছেমতো চুল কার্ল করেন। কখনও বা আবার স্ট্রেট করেই বেরিয়ে পড়েন পার্টির জন্য। তাই স্টাইলিংয়ের জন্য বেশ কাজের এই যন্ত্রটি। তবে হেয়ার স্ট্রেটনার ব্যবহারের সময় অনেকে করে বসেন ছোট ছোট ভুল। আর তাতেই বারোটা বাজে চুলের। এই বিষয়টি অনেকে খেয়ালও করেন না। তাই চুল ঠিকঠাক রাখতে চাইলে হেয়ার স্টাইলিংয়ের সময় থাকতে হবে সতর্ক। তাই জেনে নিন স্ট্রেটনার ব্যবহারের ক্ষতিকর দিকগুলো।

হিট স্টাইলিংয়ের খারাপ দিক

হিট স্টাইলিং করে কোঁকড়ানো চুল পাওয়া যায়। আবার কেউ চাইলে চুল স্ট্রেটও করে নিতে পারেন। তাতেই আপনার লুকের আমূল বদল আসবে। এতে চুলের স্বাস্থ্য পড়তে পারে ক্ষতিকর প্রভাব। স্ট্রেটনার বা কার্লারের তাপ চুল থেকে প্রাকৃতিক তেল শুষে নেয়। ফলে চুল হয়ে যায় রুক্ষ। এতে নষ্ট হতে পারে আপনার সাধের চুল। আর আপনি যদি প্রতিদিন হিট স্টাইলিং টুল ব্যবহার করেন, তবে বাড়তে পারে হেয়ার ফলও।

চুলের বেশি ক্ষতি হয় যে ভুলে

হিট স্টাইলিং করার সময় অনেকেই চুল ভিজিয়ে নেন। এটাই সবচেয়ে বড় ভুল। এতে চুলের আরও বেশি ক্ষতি হয় বলে জানিয়েছেন রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিন। রেড বিউটি সেলুন এন্ড স্পার এই কর্ণধার জানান, ‘ভেজা চুলে কখনও স্ট্রেটনার ব্যবহার করবেন না। এতে আপনার চুলের গোঁড়া আলগা হয়ে যেতে পারে। ফলে স্ট্রেটনারে উঠে আসতে পারে মুঠো মুঠো চুল। যতই তাড়াহুড়ো থাকুক আগে ভেজা চুল ব্লো ড্রাই করে নিন। তারপর স্ট্রেটনার বা কার্লার চালান।

হিট প্রোটেকশন আছে সিরাম

হিট স্টাইলিংয়ে তাপে অনেক সময় চুল নষ্ট হয়ে যেতে পারে। তাই হিট প্রোটেকশনের জন্য লাগাতে পারেন বিশেষ সিরাম। এতে চুলের অনেকটাই ক্ষতি এড়ানো সম্ভব। তাই স্ট্রেটনার ব্যবহারের আগে লাগাতে পারেন এই হিট প্রোটেকশন সিরাম। অন্যথায় চুলের বারোটা বাজবে। এমনকি চুল পুড়ে যেতেও পারে। তাই আপনার প্রসাধনীর শপিং লিস্টে আজই যোগ করে নিন এই সিরাম। এটি ব্যবহারে চুলও থাকবে ঝলমলে এবং শাইনি।

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বাইক কোনটি? জেনে নিন

বেশি হিট একদমই নয়

স্ট্রেট বা কোঁকড়ানো চুল আপনার লুক একেবারেই বদলে দেবে। তবে বেশি হিটে নষ্ট হতে পারে চুলের টেক্সচার। তাই নিজেকে সুন্দর দেখাতে কথাই কথাই হেয়ার স্টাইলিং যন্ত্র ব্যবহার করবেন না। পার্টি বা কোনো অনুষ্ঠানের জন্য এই সব স্টাইলকে সীমাবদ্ধ রাখুন। হিট স্টাইলিং ব্যবহার করলে চুলে নিয়মিত তেল লাগাতে হবে। তাতে হারানো ময়শ্চার ফিরে পাবে আপনার চুল।