হেলিকপ্টারে উড়ে কোথায় গেলেন সাকিব ও নিরব

সাকিব আল হাসান ও চিত্রনায়ক নিরব হোসেন

বিনোদন ডেস্ক : দুই জগতের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক নিরব হোসেন। মঙ্গলবার হঠাৎই দুজন ধরা দিলেন একফ্রেমে। হাস্যোজ্জল দুই তারকার পেছনে দাঁড় করানো বিশাল এক হেলিকপ্টার। মাত্রই এই উড়োযান থেকে নেমেছেন দুজনে।

সাকিব আল হাসান ও চিত্রনায়ক নিরব হোসেন

কিন্তু একসঙ্গে কোথায় গেলেন সাকিব আর নিরব?

খোঁজ নিয়ে জানা যায়, বরিশালের গৌরনদীতে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করতে গেছেন তারা। মঙ্গলবার দুপুরে গৌরনদীর সুন্দরদী গ্রামের আলহাজ নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেছেন তারকাদ্বয়।

নুর মোহাম্মদ মুন্সী হাসপাতালের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী ব্যারিস্টার মনির হোসেন বলেন, সকাল সাড়ে ১০টায় সাকিব আল হাসান ও নিরব হোসেন ঢাকা থেকে হেলিকপ্টারযোগে গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক মাঠে নামেন। এসময় গৌরনদীর সর্বস্তরের জনতা তাদের অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন।’

কী হবে যখন সন্তানরা অতীত জানবে, দুশ্চিন্তায় সানি লিওন

এদিকে দুই তারকাকে এক নজর দেখতে হাসপাতাল চত্বরে ভিড় জমান হাজার হাজার মানুষ। এ সময় হাসপাতালের দোতলা থেকে হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান সাকিব আল হাসান ও নিরব হোসেন। বিকালে তারা ঢাকায় ফিরবেন।