স্পোর্টস ডেস্ক : পাকিস্তান হলো জঙ্গিদের আঁতুড় ঘর। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে বোমা হামলার পর বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়া আর কোনো দেশ পাকিস্তানে খেলতে যায় না। পাকিস্তান মানেই যেন জঙ্গি তৈরির কারখানা। যে কারণে বারবার চেষ্টা করেও সব দলকে পাকিস্তানে নিতে পারছে না পিসিবি। এবার ২০০২ সালের এক বোমা হামলা নিয়ে মুখ খুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম উল হক।
করাচিতে সেদিন ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তান-নিউ জিল্যান্ডের। ইনজি বলেন, ‘আমি সেই সময় হোটেলের ঘরেই ছিলাম। বিস্ফোরণের শব্দ শুনে প্রথমে বুঝতে পারিনি। পরে হোটেলের এক কর্মীকে ব্যাপরটা জিজ্ঞেস করতে সে বলে, কাছাকাছি এক জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে। আমি তখন পাকিস্তানের ক্রিকেটারদের বেসমেন্টে চলে যেতে বলি। সেই সময় নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সুইমিং পুলে স্নান করছিল। ওদের মধ্যে অনেকে ভয় পেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়।’
২০০২ সালে করাচির শেরাটোন হোটেলের সামনে গাড়ি বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। তখন হোটেলে দুই দলের ক্রিকেটাররা মাঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর পাকিস্তান-নিউ জিল্যান্ড সিরিজ বাতিল হয়। ইনজামাম আরও বললেন, ‘যে সময় বিস্ফোরণ হয় আমরা তখন মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলাম। অনেক ক্রিকেটার সকালের খাবার খেতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আমার রুমের জানালার কাঁচ ভেঙে দেওয়ালে ছিটকে গিয়ে লাগে। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমরা সবাই। আমরা কেউই এমন পরিস্থিতিতে আগে পড়িনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।