জুমবাংলা ডেস্ক : নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টেলিভিশনের বরগুনা প্রতিবেদক মো. আবদুল আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর ৪টার দিকে পর্যটন এলাকা কুয়াকাটার আবাসিক হোটেল গোল্ডেন ইন-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। অপহৃত স্কুলছাত্রী বরগুনা পৌর শহরের এক বস্ত্র ব্যবসায়ীর মেয়ে
বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, মো. আবদুল আজিম বরগুনা জেলার সময় টিভির স্টাফ রিপোর্টার।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. আবদুল আজিম বরগুনার দক্ষিণ মনসাতলী গ্রামের মো. হেমায়েত উদ্দিনের ছেলে। তার সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। তিনি ওই স্কুলছাত্রীকে কুয়াকাটায় নিয়ে যায় এবং হোটেল গোল্ডেন ইন হোটেলে ওঠে।
ওই স্কুলছাত্রীর চাচা আশুতোষ সরকার বরগুনা সদর থানায় মো. আব্দুল আজিমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বরগুনা সদর থানা পুলিশ মহিপুর থানা পুলিশকে ঘটনাটি জানায়। পরে গতকাল শুক্রবার রাতে মহিপুর থানা পুলিশ কুয়াকাটার গোল্ডেন ইন হোটেল থেকে এম এ আজিমকে গ্রেপ্তার করে এবং ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তারকৃত সাংবাদিক আজিমের বিরুদ্ধে বরগুনায় সদর থানায় একটি অপহরণ মামলার বিষয়টি বরগুনা পুলিশ আমাদের অবহিত করে। আমরা তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। এ সময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।