হোটেল ছেড়ে সৌদিতে বিলাসবহুল নতুন বাড়িতে উঠেছেন রোনালদো, দাম শুনলে কপালে উঠবে চোখ
স্পোর্টস ডেস্ক: সৌদি আরবে নতুন বাড়ি খুঁজে পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মধ্য রিয়াদে ১০৫ কোটি টাকার নতুন বাড়িতে পরিবারসহ উঠেছেন পর্তুগীজ তারকা। এদিকে আল নাসরে যোগ দিতে পারেন রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ মার্সেলো।
সৌদি আরবে পাড়ি জমিয়েছেন দু’মাস হতে চললো। তবে এতোদিনেও নিজর পছন্দসই বাড়ি খুঁজে পাচ্ছিলেন না রোনালদো। অবশেষে খোঁজ মিলল।
মধ্য রিয়াদে নিজ বাড়ির জন্য ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন সিআরসেভেন। টাকায় যা ১০৫ কোটি। ইতোমধ্যে পরিবারসহ নতুন বাড়িতে উঠেছেন। ছেলের বাড়িতে এসে মুগ্ধ মা দোলেরেস আভেইরো। ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সাত বেডরুমের বাড়িটিতে আছে একটি সিনেমা হল, জিম ও স্পা। এছাড়াও ভূমধ্যসাগরের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন ইনফিনিটি পুল থেকে। আর পাঁচ সন্তানের সঙ্গে সময় কাটাতে রোনালদোর বাড়িতে রয়েছে বিস্তৃত বাগান।
যদিও এতোদিন রোনালোকে বিপুল অর্থ খরচ করতে হয়েছে বিলাসবহুল হোটেলে থাকতে। প্রতি মাসে ফোর সিজনের কিংডম সুটের ব্যয় ছিল ৩ কোটি টাকার উপরে।
রোনালদোর নতুন বাড়ি আবারো মুখরিত হয়ে উঠার অপেক্ষায় পুরনো বন্ধুদের নিয়ে। অলিম্পিয়াকোসের সঙ্গে চু্ক্তি বাতিল করেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মার্সেলো। ইতালিয়ান সাংবাদিক ফাবরিজিও রোমানোর মতে ফ্রি এজেন্ট ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াতে চায় সৌদি আরব ক্লাব আল নাসর।
আগেই ইংল্যান্ড ছেড়েছেন, এবার সব সম্পর্ক ছিন্ন করছেন রোনালদো। বিক্রি করে দিচ্ছেন তার বিলাসবহুল ম্যানেচেস্টার প্রাসাদ। যার মূল্য ধরা হয়েছে ৬ দশমিক পাঁচ মিলিয়ন ডলার। টাকায় ৬৮ কোটি।
ম্যানচেস্টার ম্যানশন বিক্রির দায়িত্বে আছে রিয়াল স্টেট এজেন্ট জ্যাকসন-স্টোপস। যিনি এই বাড়িটিকে আধুনিক নকশার একটি মাস্টারপিস হিসেবে বর্ণনা করেছেন।
বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার হতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা মার্টিনেজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।