হোয়াটসঅ্যাপে অন্যের মেসেজ গোপনে পড়ার উপায়

হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ গোটা দুনিয়ার সবচেয়ে বেশি ব্যবহার ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এতে বিভিন্ন রকম ফিচারস পাওয়া যায়। ইউজার এক্সপেরিয়েন্স আরও ভালো করার জন্য হোয়াটসঅ্যাপ সময়ে সময়ে ফিচারস জুড়তে থাকে। সেখানে আগে মজুত থাকা কিছু ফিচারস রয়েছে যেগুলি না জানার কারণে ব্যবহার খুব কম হয়য ফিচারস ইউজ করে আপনি চুরি করে ম্যাসেজ পড়তে পারেন।

হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপের ব্লুটিক ফিচার : এতদিন সবাই জেনে গিয়েছেন এই ফিচারের সাহায্যে জানা যায় যে আপনার পাঠানো মেসেজ কেউ পড়েছে কি না। আসলে হোয়াটসঅ্যাপে সিঙ্গেল টিক এর মানে হলো মেসেজ আপনার ফোন থেকে সেন্ড হয়ে গিয়েছে কিন্তু অন্য user’s কে যাকে পাঠিয়েছেন তার মোবাইলে এখনও পৌঁছয়নি। সেখানে ডাবল টিকের মানে হলো মেসেজ সেন্ড হয়ে গিয়েছে এবং ইউজারদের কাছে ডেলিভারি হয়ে গিয়েছে

এখানে একটা ট্রিক রয়েছে : যার সাহায্যে অন্যের মেসেজ পড়তে পারেন। কিন্তু তিনি জানতে পারবেন না। জানা গিয়েছে হোয়াটস্যাপ মেসেজ আসবে। কিন্তু আপনি পড়েছেন কি না, কিন্তু হোয়াটসঅ্যাপে তা লক করার অপশন রয়েছে। যার সাহায্যে আপনি অন্যের মেসেজ পড়তে পারবেন কিন্তু কেউ বুঝতে পারবে না।

আপনার মেসেজের সঙ্গে সামনে আসা ব্লু টিক রয়েছে। যেখানে ইউজার ইনফর্মেশন পৌঁছয় যে আপনি মেসেজ কবে পড়ছেন। যদি আপনি এই মেসেজে ব্লুটুথ অফ করে দেন, তাহলে অন্যরা বুঝতে পারবেন না যে আপনি মেসেজ করেছেন কি না। এর জন্য আপনার রিসিভ ফিচার অফ করা থাকবে।

এই ফিচার অফ করার জন্য আপনার সবচেয়ে আগে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। সেখানে এরপরে আপনার সেটিং এ যেতে হবে। যেখানে অ্যাকাউন্টের অপশন পাওয়া যাবে। এখন আপনার প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে এবং user’s রিগ্রেসিভ বক্সে সামনে আপনি এটিকে আনটিক করতে হবে।

অন্তঃসত্ত্বা কমেডিয়ান ভারতী সিং এর পেটে মাধুরীর চুমু

এই ফিচারের সুবিধা হলেও যে কিছু ক্ষতিও রয়েছে। আসলে লাস্ট সিন অফ করার মতো যখনই আপনি এই ফিচারটি ব্যবহার করবেন, আপনি এটা জানতে পারবেন না যে অন্য ইউজাররা আপনার মেসেজ পড়েছে কিনা। অর্থাৎ আপনার পড়া মেসেজ ফর ব্লু টিক সামনে আসবে না, অন্যদিকে অন্য user’s পড়েছে কিনা আপনার মেসেজ আপনি সেটাও বুঝতে পারবেন না।