আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছবি ব্যবহার করায় মামলা করা হলো ভারতের মুম্বাইয়ের এক ব্যক্তির বিরুদ্ধে। এমনটি নাভি মুম্বাই পুলিশের করা সে মামলার পর গ্রেপ্তারও করা হয় তাকে। যদিও পরে একটি নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে রবিবার (১১ জুন) মুম্বাই পুলিশ জানায়, হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবিতে মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছবি ব্যবহার করা হয়েছে, এমন একটি স্ক্রিনশট তাদের কাছে জমা দেয় একটি হিন্দু সংস্থা। ভারতীয় দণ্ডবিধির দুইটি ধারায় মামলা করতে বলা হয় পুলিশকে। সে অনুযায়ী সেই লোকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।
ভাসি নামক এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন বলে জানা গেছে। এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
আওরঙ্গজেব ও টিপু সুলতানের প্রশংসা করা নিয়ে মহারাষ্ট্রে সম্প্রতি বেশ কয়েকটি হিংসাত্বক ঘটনা ঘটেছে। এক মিছিলে আওরঙ্গজেবের ছবিও বিকৃত করা হয়। এ নিয়ে বেশ সতর্ক পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।