এবার দেখা যাবে হোয়াটসঅ্যাপের অদৃশ্য মেসেজও

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একের পর এক নতুন ফিচার আনছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেট করছে তারা। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও।

প্রতীকী ছবি

এদিকে হোয়াটসঅ্যাপে চ্যাটের মধ্যে অনেক সময় দেখা যায় কিছু মেসেজ অদৃশ্য হয়ে যায়। এমনটা হতে পারে সাম্প্রতিক কিংবা অনেক পুরোনো মেসেজের ক্ষেত্রেও। তবে এখন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন সুবিধা।

নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীরা অদৃশ্য হয়ে যাওয়া মেসেজ দেখতে পারবে। এক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ অদৃশ্য হয়ে গেলেও সেটি দেখতে পারবে। কারণ হোয়াটসঅ্যাপ নিয়ে আসতে চলেছে নতুন একটি সেকশন। ‘কেপট মেসেজেস’ নামের সেই সেকশনে ব্যবহারকারীরা চাইলে বিভিন্ন ধরনের ডিসঅ্যাপিয়ার মেসেজ স্টোর করেও রাখতে পারবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো ধরনের মেসেজ স্টোর করে রাখার সুযোগ নেই। এজন্য মাঝে মাঝেই ঝামেলায় পড়তে হয় ব্যবহারকারীকে। বিশেষ করে বিভিন্ন ধরনের ডিজঅ্যাপিয়ার চ্যাট ইউজাররা চাইলে আর দেখতে পারে না। এর ফলে এখন থেকে বিভিন্ন ধরনের মেসেজ নতুন সেকশনের মাধ্যমে ইউজাররা স্টোর করে রাখতে পারবে। কাজেই সেই মেসেজ অদৃশ্য হয়ে গেলও পরবর্তীকালে সেটি দেখতে পারবেণ ব্যবহারকারী।

বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি গ্রাহক নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত তথ্য আদান-প্রদানই নয়, বরং অফিসের গুরুত্বপূর্ণ বার্তা কিংবা ফাইল শেয়ারও চলছে প্ল্যাটফর্মে। তাই প্ল্যাটফর্মটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে মেটা। সম্প্রতি আরও কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে সাইটটিতে। সূত্র: ডব্লুউবিটাইনফো