যেভাবে হোয়াটসঅ্যাপে পিন রিসেট করবেন

বড় আপডেট আসছে হোয়াটসঅ্যাপ মেসেজ রিঅ্যাকশনে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ একের পর এক নতুন ফিচার আনছে। ব্যবহারকারীদের সুবিধায় নিজেকে প্রতিনিয়ত আপডেট করছে তারা। ফলে প্ল্যাটফর্মটির ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো হচ্ছে। বাড়ছে এর ব্যবহারকারীর সংখ্যাও।

যেভাবে হোয়াটসঅ্যাপে পিন রিসেট করবেন
প্রতীকী ছবি

দিনে কয়েক কোটি গ্রাহক আছে হোয়াটসঅ্যাপের। ব্যবহারকারীদের সুরক্ষার জন্য একাধিক ফিচারও যুক্ত করেছে সাইটটি। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ ফিচার হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার খুবই কার্যকরী। এতে আপনার অজান্তে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না।

এর ফলে OTP দেওয়ার পরেও একটি পিন দিলে তবেই লগইন করা যাবে অ্যাকাউন্ট। নিজের অ্যাকাউন্টের পিন নিজেই সেট করতে পারবেন। এর ফলে অ্যাকাউন্টে সুরক্ষার একটি অতিরিক্ত স্তর যুক্ত হয়। এরপরে প্রত্যেকবার লগইনের সময় এই ছয় ডিজিটের পিন ব্যবহার করা বাধ্যতামূলক হবে।

তবে যদি এই পিন ভুলে যান তাহলে কী করবেন? মেটার অন্যান্য প্ল্যাটফর্মগুলোর মতো হোয়াটসঅ্যাপেও আছে পিন রিসেট করার সুবিধা। চলুন জেনে নেওয়া যাক পিন রিসেট করার উপায়:

>> আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

>> ফরগট পিন (Forgot PIN) অপশন সিলেক্ট করুন।

>> এবার সেন্ড ই-মেইল অপশন বেছে নিন। আপনার ই-মেইল অ্যাড্রেসে একটি লিঙ্ক পৌঁছবে। এই লিঙ্কে ক্লিক করে পিন রিসেট করে কনফার্ম সিলেক্ট করুন।

>> হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

>> ফরগট পিনে ট্যাপ করুন।

>> এবার রিসেট সিলেক্ট করুন।