বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে আরও ২২ লাখ ৯ হাজার ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ। গত সোমবার এ তথ্য জানানো হয়েছে। গত মাসে এ সংখ্যা ছিল ৩০ লাখ।
২০২১ সালের ২৬ মে থেকে কার্যকর হওয়া ভারতের তথ্যপ্রযুক্তি আইনে বলা হয়েছে, ৫০ লাখের বেশি গ্রাহক রয়েছে এমন অ্যাপ বা অন্য কোনও প্লাটফর্মকে মাসিক রিপোর্ট প্রকাশ করতে হবে। সেই আইন মেনেই তথ্য প্রকাশ করেছে মেটা (ফেসবুকের পরিবর্তিত নাম) মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সেপ্টেম্বরে তাদের কাছে মোট ৫৬০টি অভিযোগ জমা পড়ে। আগস্টে জমা পড়েছিল ৪২০টি অভিযোগ। সে সবের ভিত্তিতেই অ্যাকাউন্ট বন্ধের পদক্ষেপ নেওয়া হয়।
আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ চলবে না যেসব ফোনে। গতকাল ১ নভেম্বর থেকে কিছু মডেলের স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চলবে না আর। এসব ফোনে হোয়াটসঅ্যাপের পুরনো চ্যাট গায়েব হয়ে যাবে। যা পুনরুদ্ধার করা কার্যত একেবারে অসম্ভব। নতুন এই আপডেটের নিয়ম মেনেই বিভিন্ন স্মার্টফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। এরইমধ্যে গ্রাহকদের এ নিয়ে পরামর্শও দিয়েছে সংস্থা। জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে, এরকম মোবাইলে চ্যাটের ব্যাক আপ যেন নিয়ে রাখেন ব্যবহারকারীরা।
যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ?
অ্যানড্রয়েড ভার্সন ৪.০.৪ এর আগের অপারেটিং সিস্টেম যেসব ফোনে রয়েছে, তাতে আর কাজ করবে না এই হোয়াটসঅ্যাপ। আইফোনের ক্ষেত্রে আইওএন ৯ বা তার আগের অপারেটিং সিস্টেম রয়েছে যে ফোনে, সেসব হ্যান্ডসেটে চলবে না হোয়াটসঅ্যাপ। কাইওএস চালিত ফোনগুলোতেও কাজ করবে না এই অ্যাপ। কীভাবে নিজেই চেক করে নিতে পারবেন যে ১ নভেম্বর থেকে আপনার মোবাইলে এই মেসেজিং অ্যাপটি ব্যবহার করা যাবে কি না।
মোবাইলের সেটিংসে যেয়ে। সেখানে অ্যাবাউট ফোন অপশনটি ক্লিক করুন। স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন আপনার ফোনের অ্যানড্রয়েড ভার্সানটি কত। যদি তা ৪.০.৪ বা তারও আগের অপারেটিং সিস্টেম হয় তাহলে আপনিও কিন্তু এই তালিকায় পড়ে যাবেন। অর্থাৎ আপনার ফোনেও অকেজো হয়ে পড়বে হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে কী করণীয়? অন্য ডিভাইসে চ্যাটের ব্যাক আপ নিতে পারবেন।
সেটিংস থেকে চ্যাট অপশনে ঢুকে পড়ুন। সেখানেই পাবেন চ্যাট ব্যাকআপ অপশন। এবার ব্যাকআপ ফ্রম হোয়াটসঅ্যাপ সেটিংসে ক্লিক করুন। এছাড়াও হোয়াটসঅ্যাপের মধ্যে তিনটি ডট দেওয়া মেনুতে গিয়েও এক্সপোর্ট চ্যাট করে ব্যাক আপ নিয়ে রাখতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।