সম্প্রতি ফেসবুকের মাদার কোম্পানি ঘোষণা করা মেটার মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই ‘ডিলিট মেসেজ ফর এভরিওয়ান’ অপশনটির সময়সীমা বাড়াতে চলেছে। এই ফিচারের সময়সীমা পরিবর্তনের ঘোষণা আসতে পারে পারে শীঘ্রই।
হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পর ‘সিন’ হলে এখন ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড মুছে দেওয়া যায়। জানা গেছে, অনেক দিন ধরেই এ নিয়ে চিন্তাভাবনা করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
অবশেষে মেসেজ ডিলিট করার সময়সীমা বাড়িয়ে এক সপ্তাহ করার ঘোষণা আসতে পারে। আসছে আপডেটে সিন মেসেজ ডিলিট করার জন্য সাত দিন আট মিনিটকে সর্বোচ্চ সময় হিসাবে ধরা হতে পারে।
অর্থাৎ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা আগের থেকে অনেক বেশি সময় পাবেন। যদিও আগে লিক ছিল মেসেজ ডিলিট করার জন্য কোনো বাধাধরা সময়সীমা থাকবে না।
দিন, সপ্তাহ, মাস, বছর গেলেও পাঠানো মেসেজ হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করা যাবে। তবে বর্তমানে তেমন সুবিদা না রেখে এক সপ্তাহের মতো সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে পৌঁছেছেন মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ মেসেজিং প্লাটফর্ম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।