গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে রেল ক্রসিংয়ের উপর বিকল ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন প্রাণহানি হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম স্টেশন সংলগ্ন দক্ষিণখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন। হতাহতদের নাম জানা যায়নি।
Advertisement
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানা পুলিশের ওসি সমির চন্দ্র সূত্রধর জানান, কলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি রবিবার ভোর ৪টার দিকে জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে রেললাইনের উপর বিকল হয়ে যাওয়া বালুভর্তি একটি ড্রাম ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। তারা ওই ট্রাকের চালক ও সহকারী ছিলেন।
এ ঘটনায় ট্রাকের উপর থাকা অপর দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।