Advertisement
জুমবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১০ম বারের মতো শুরু হয়েছে প্রজাপতি মেলা। ‘উড়ালে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাণিবিদ্যা বিভাগের ডিন। এ সময় শিক্ষক, শিক্ষার্থীসহ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে দিনব্যাপী র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঘুড়ি উড়ানো, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মেলাকে কেন্দ্র কোরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রজাপতি নিয়ে বিশেষ গবেষণায় অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম এ বাশারকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০১৯’ প্রদান করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।