পুলিশ জানায়, তারা ৩০ কেজি ওজনের ১০২ বস্তা চাল গতকাল রোববার রাতে উপজেলার রায়কালী বাজার থেকে পাচার করার সময় তাদের আটক করা হয়। জব্দকৃত চালগুলো সরকারি হলেও এগুলো ওএমএস, ১০ টাকার চাল অথবা ভিজিডির কি-না তা যাচাই করা হচ্ছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, তিলকপুর থেকে আনার পথে ১০২ বস্তা ভিজিডি’র চালসহ চার জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে ভটভটির চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ তারা ঘটনার ব্যাপারে কিছুই জানত না।
তিনি আর বলেন, এ ঘটনায় চালের মালিক নাছিম ও দেলোয়ারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলাম বলেন, চাল জব্দ করার খবর পাওয়ার পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও সমবায় কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।