Views: 181

অন্যরকম খবর

১০৫ মিনিটে ৩৬ বই পড়ে বিশ্বরেকর্ড গড়ল পাঁচ বছরের কিয়ারা

আন্তর্জাতিক ডেস্ক: ১০৫ মিনিটে ৩৬টি বই পড়ে বিশ্বরেকর্ড গড়েছে পাঁচ বছর বয়সের শিশু কিয়ারা কৌর। বই পড়ার এই কীর্তি দিয়ে কিয়ারা লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস ও এশিয়া বুক অব রেকর্ডসে নিজের নাম তুলে নিয়েছে। খবর এনডিটিভির।

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান শিশু কিয়ারার জন্ম ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি। তার মা-বাবা দু’জনেরই বাড়ি ভারতের চেন্নাইয়ে। কিয়ারার জন্ম যুক্তরাষ্ট্রে হওয়ায় সে সেখানকার নাগরিক। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে থাকে কিয়ারা।

লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস কিয়ারাকে ‘শিশু বিস্ময়’ হিসেবে অভিহিত করেছে। তাকে দেওয়া সনদে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লিখেছে, শিশুটি গত ১৩ ফেব্রুয়ারি চার বছর বয়সে ৩৬টি বই টানা পড়েছে মাত্র ১০৫ মিনিটে। এশিয়া বুক অব রেকর্ডস তাদের স্বীকৃতিতে বলেছে, কিয়ারা টানা সর্বোচ্চ সংখ্যক বই পড়ে রেকর্ড গড়েছে। কিয়ারা সবশেষ আবুধাবির একটি নার্সারি স্কুলে পড়ছিল। গত বছর লকডাউনে স্কুলটি বন্ধ হয়ে যায়। তার বই পড়ার প্রতি বিপুল আগ্রহের বিষয়টি এ স্কুলেরই এক শিক্ষকের চোখে প্রথম ধরা পড়ে।

কিয়ারা বলে, আমি বই পড়তে ভালোবাসি। কারণ, আমি বইয়ের বর্ণিল ছবি দেখতে পছন্দ করি। আর বইগুলো বড় হরফে লেখায় আমি সহজেই পড়তে পারি। কিয়ারার প্রিয় বইয়ের মধ্যে আছে ‘সিনড্রেলা’, ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’, ‘লিটল রেড রাইডিং হুড’, ‘শুটিং স্টর’ প্রভৃতি। সাঁতার কাটা ও ভ্রমণে যাওয়া তার পছন্দ। চিকিৎসক হতে চায় কিয়ারা।

কিয়ারার চিকিৎসক মা-বাবা জানান, সে তার অধিকাংশ সময়ই বই পড়ে কাটায়। গত এক বছরে কিয়ারা প্রায় ২০০ বই পড়ে ফেলেছে।

Share:আরও পড়ুন

হেয়ার স্টাইল পছন্দ হয়নি, রেগে পুলিশকে খবর দিলো ১০ বছরের শিশু!

Saiful Islam

এলিয়েন আমাকে বহুবার তুলে নিয়ে গিয়েছিল! দেহে দাগ দেখালেন নারী

globalgeek

১ টাকার নোট বিক্রি হলো ৫০ হাজারে

Saiful Islam

ক্রিকেটারদের জন্য আসছে বাঁশের তৈরি ব্যাট

mdhmajor

হেঁটে বাড়ি যাওয়ার পথে পদ্মার চরে কন্যা সন্তান প্রসব

mdhmajor

১ টাকার দাম ৪৫ হাজার টাকা!

globalgeek