বিনোদন ডেস্ক: ‘কল্পনারই আকাশ জুড়ে, নানা রঙে লোকের ভিড়ে, দু’চোখ বুজেও স্বপ্ননীড়ে; দীপান্বিতা ..!’ তারিফ এবং সিফাতের কণ্ঠে গাওয়া এ রোমান্টিক গানটি খুবই অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করেছিল দেশজুড়ে। এমন তরুণ-তরুণী হয়তো খুঁজে পাওয়া যাবে না যে কিনা একবার হলেও শুনেননি গানটি। এভাবেই ইউটিউবে এবার নতুন মাইলফলক ছুঁয়েছে ‘দীপান্বিতা’। অতিক্রম করেছে ১০ কোটি ভিউয়ের রেকর্ড।
২০১৪ সালে ‘সরি দীপান্বিতা’ নাটকের টাইটেল সং হিসেবে ব্যবহারিত হয়েছিল এই গানটি। স্বরাজ দেবের কথা ও সুরে গানটি কম্পোজিশন করেছিলেন আরেক তরুণ শওকত অর্নক।
তিনি বলেন, গানটি এত জনপ্রিয় হবে আমরা কেউই বুঝতে পারিনি শুরুতে। সত্যি আমরা অভিভূত। ইচ্ছে আছে এটির দ্বিতীয় পার্ট বের করার।
এতো বছর পার হয়ে গেলেও এখনো একটুও কমেনি দীপান্বিতার জনপ্রিয়তা। প্রায়ই এখানে ওখানে বাজতে শোনা যায় গানটি। নাটকটির পরিচালক নতুন করে আবারো দীপান্বিতা নিয়ে হাজির হবেন কিনা সে প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে।
২০১৪ সালের শুরুর দিকে স্বরাজ দেবের চিত্রনাট্য ও পরিচালনায় প্রচার হয়েছিল সরি দীপান্বিতা নাটকটি। এতে দেখা মিলেছিল একদল তরুণ-তরুণীর। শুধু গানটিই নয়, ৮ বছর পেরিয়ে গেলেও এ গল্পের নায়ক-নায়িকারা এখনও দর্শকদের মনে ঠাই করে রেখেছেন অন্যরকম এক ভালোবাসার। এখনো ইউটিউবে নাটকটি দেখে অশ্রু ঝরায় লাখো দর্শক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।