আন্তর্জাতিক ডেস্ক : ব্রুনাইয়ের যুবরাজ আবদুল মতিন বিয়ে করেছেন। যুবরাজ হয়েও রাজপরিবারের বাইরে গিয়ে সাধারণ শ্রেণির এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। তাদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে প্রশংসায় ভাসছেন যুবরাজ। খবর বিবিসির।
তেল-গ্যাসসমৃদ্ধ ছোট্ট এই দেশের যুবরাজের বিয়ে উপলক্ষে সারা দেশে সাজ সাজ রব পড়ে যায়। ১০ দিনের রাজকীয় উৎসবের আয়োজন করা হয। দেশ-বিদেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।
গত ডিসেম্বরে ইয়াং মুলিয়া আনিশা রোসনা নামে ৩২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেম ও বাগদানের কথা জানান যুবরাজ মতিন। এশিয়ার সবচেয়ে এলিজেবল তরুণের এমন ঘোষণায় অবাকই হন নেটিজেনরা। এবার তাদের এমন বিস্ময়ের মধ্যে রেখেই বিয়ের কাজটাও সেরে ফেললেন তিনি।
কনে মুলিয়া আনিশা ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়ার একজন উপদেষ্টার নাতনি। তিনি একটি ফ্যাশন ও পর্যটনবিয়ষক কোম্পানির মালিক বলে জানা গেছে।
গত ৭ জানুয়ারি যুবরাজের বিয়ে উপলক্ষে দেশে ১০ দিনের রাজকীয় উৎসব শুরু হয়। বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার অতিথি উপস্থিত হন। তাদের মধ্যে সৌদি আরব ও জর্ডানের রাজপরিবারের পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো ও ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রও ছিলেন।
মূলত গত বুধবার ইসলামী রীতি মেনে মুলিয়া আনিশাকে বিয়ে করেন যুবরাজ মতিন। বিয়ের এই পর্বে যুবরাজ, তার বাবা ও অন্যান্য পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিয়ের পর পর প্রথমবারের মতো জনসম্মুখে এলে হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হন নবদম্পতি। ছাদ খোলা রোলস রয়েসে চড়ে জমকালো শোভাযাত্রায় বের হলে তাদের সঙ্গে যোগ দেন হাজার হাজার মানুষ।
নরলিহা মোহাম্মদ নামে এক স্কুলশিক্ষক বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাজপরিবারের নবদম্পতিকে এক নজর দেখার সুযোগে জীবনে এক বারই আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।