দীর্ঘদিন ধরে খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশের ওপরে অবস্থান করছিল। অতিরিক্ত দাম বেড়ে যাওয়ায় গরিব ও মধ্যবিত্ত মানুষের ভোগান্তি পোহাতে হয়েছে। তবে এক্ষেত্রে কিছুটা ভালো খবর দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। দীর্ঘ ১০ মাস পর খাদ্যের মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে।
বর্তমানে তা দশ শতাংশের নিচে অবস্থান করছে। ফেব্রুয়ারিতে তা ৯.২৪ শতাংশ ধরে রেখেছে। এমনটাই তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মূল্যস্ফীতির এই হালনাগাদ চিত্র প্রকাশ করেছে বিবিএস। ২০২৪ সালের মার্চ থেকে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের উপরে অবস্থান করেছিল।
তবে সার্বিক মূল্যস্ফীতির কথা বললে তা এখনো কিছুটা বেশি। এটি ৯.৩২ শতাংশে অবস্থান করছে। শেষ ২২ মাসের সাথে তুলনা করলে সার্বিক মূল্যস্ফীতি সবথেকে কম মনে হয়েছে। যদি জানুয়ারি মাসের সার্বিক মূল্যস্ফীতি ধরা হয় তাহলে তা ৯.৯৪ শতাংশের মধ্যে ছিল।
সরকারের শত চেষ্টায় এক মাসের মধ্যে ০.৬২ শতাংশ কমানো সম্ভব হয়েছে। নিম্নমুখী খাদ্য মূল্যস্ফীতির কারণে মূলত সার্বিক মূল্যস্ফীতি এক মাসের ব্যবধানে সবথেকে কম মনে হয়েছে। শহর ও গ্রামের সাথে তুলনা করলে একই চিত্র পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।