Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী প্রায় ১০ লাখ ১৪ হাজার মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এমনটি জানানো হয়।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন। মারা গেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৮ জন। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৯ হাজার ৪২৪ জন। মারা গেছেন ৬৩ হাজারের বেশি মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎপত্তি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।