বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আপনি কি নতুন স্মার্টফোন কেনার জন্য প্ল্যান করছেন? কিন্তু বাজেট নিয়ে আপনি চিন্তিত। তবে কম বাজেটে সেরা কিছু ফোন পূরণ করতে পারে আপনার চাহিদা। চাহিদা অনুযায়ী আপনার জন্য সেরা বিকল্প হতে পারে Realme Narzo 50i, Moto G10 Power, Poco C31, Realme C21Y এবং Tecno Pova-র মতো স্মার্টফোনগুলি। এই ৫টি হ্যান্ডসেটেই আপনারা চাহিদামাফিক বড় ডিসপ্লে প্যানেল, কোয়াড-ট্রিপল অথবা সিঙ্গেল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটি পর্যন্ত শক্তিশালী ব্যাটারি পেয়ে যাবেন। আবার কিছু মডেলে সুপার পাওয়ার সেভিং মোডের মতো ফিচারও বর্তমান। সর্বোপরি, আজকের আয়োজনে থাকা প্রত্যেকটি স্মার্টফোনের বিক্রয় মূল্য ১০,৫০০ টাকারও কম থাকছে।
একনজরে দেখে নিন ১০,৫০০ টাকার বাজারে সেরা পাঁচটি স্মার্টফোন এর একটি তালিকা-
রিয়েলমি নারজো ৫০আই (Realme Narzo 50i) : এই ফোনেও রয়েছে একটি 6.5 ইঞ্চির ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 89.5%। পারফরম্যান্সের কথা বলতে গলে ফোনটি চলবে হবে একটি Unisoc 9863 প্রসেসরের সাহায্যে। এই প্রসেসর আবার পেয়ার করা থাকছে 4GB পর্যন্ত RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। এছাড়াও, ফোনে থাকছে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ 256GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন গ্রাহকরা। ক্যামেরা ডিপার্টমেন্টের দিক থেকে এই ফোনে থাকছে একটি 8MP AI রিয়ার ক্যামেরা এবং একটি 5MP AI সেলফি ক্যামেরা। মজবুত একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা 43 দিনের স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। প্রয়োজনের সময়ে ব্যাটারি ইউসেজ অপ্টিমাইজ করার জন্য ফোনটিতে থাকছে Super Power Saving Mode। সফ্টওয়্যারের দিক থেকে এই ফোনে থাকছে Android 11 অপারেটিং সিস্টেম বেসড Realme UI Go Edition।
দাম : Realme Narzo 50i ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে বজারে পাওয়া যাচ্ছে মাত্র ৮,৯৯৯ টাকায়।
মোটো জি১০ পাওয়ার (Moto G10 Power) : ডুয়েল সিমের মোটো জি১০ ফোনে, একটি ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর সহ এসেছে। ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারে ব্যাটারির ফোনটিতে আছে ২০ ওয়াটের ফাস্ট চার্জার। আর এক চার্জে এই ফোন তিন দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বলে জানিয়েছে মটোরোলা। ফোনটির পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। এ ছাড়া আছে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে আছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। স্টক অ্যান্ড্রয়েড ১১ বিল্ট ইন সময়ের সবচেয়ে আধুনিক অপারেটিং সিস্টেম। ফোনটিতে পাওয়া যাবে গুগল অ্যাসিস্টেন্ট ‘কি’, ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।
দাম : Moto G10 Power ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বিক্রয়মূল্য ১০,৪৯৯ টাকা।
পোকো সি৩১ (Poco C31) : পোকো সি৩১ ফোনে একটি ৬.৫৩ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে। সেখানে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলে নচ ডিজাইন। এছাড়াও রয়েছে TUV Rheinland লো ব্লু লাইট সার্টিফিকেশন। ফোনটিতে আরও রয়েছে একটি MediaTek Helio G৩৫ প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি পর্যন্ত র্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। পোকো সি৩১ ফোনের পিছনের অংশে রয়েছে তিনটি ক্যামেরা সেনসর। একটি ১৩ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, দুট ২ মেগাপিক্সেলের অতিরিক্ত ক্যামেরা সেনসর রয়েছে সেখানে। এছাড়াও এই ফোনের সামনের স্ক্রিনে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। পোকোর সি-সিরিজের এই ফোনে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
দাম : Poco C31 ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বাজারে পাওয়া যাচ্ছে মাত্র ৯,৪৯৯ টাকায়।
রিয়েলমি সি২১ওয়াই (Realme C21Y) : ডুয়াল সিম (ন্যানো) সাপোর্টেড এই ফোনটি সফ্টওয়্যারের দিক থেকে চালিত হবে Android 11 বেসড কোম্পানির নিজস্ব Realme UI দ্বারা। একটি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনে। পারফরম্যান্সের জন্য Realme C21Y ফোনে থাকছে একটা অক্টা-কোর Unisoc T610 প্রসেসর, যা গ্রাফিক্সের জন্য পেয়ার করা থাকছে Mali-G52 GPU এর সঙ্গে এবং স্টোরেজের জন্য 4GB পর্যন্ত RAM এর সঙ্গে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি সি২১ওয়াই হ্যান্ডসেটে। প্রাইমারি সেন্সর হিসেবে থাকছে একটি 13MP সেন্সর। এছাড়া, সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে একটি 2MP মনোক্রোম সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো শুটার থাকছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Realme C21Y স্মার্টফোনে 5MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপার্চার f/2.4। 64GB পর্যন্ত স্টোরেজের অপশন উপলব্ধ এই রিয়েলমি সি২১ওয়াই ফোনে। সুরক্ষার জন্য এই ফোনের পিছনে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে ফোনটিতে, যা রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। Realme C21Y ফোনটির ওজন মাত্র 200 গ্রাম।
দাম : Realme C21Y ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বাজার দাম মাত্র ১০,৪৯৯ টাকা।
টেকনো পোভা (Tecno Pova): গত বছরে লঞ্চ হওয়া টেকনো পোভা স্মার্টফোনে রয়েছে একটি ৬.৮ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। ফোনটি, মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক হাইওএস ৭ (HiOS 7) ইন্টারফেস পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, এতে কোয়াড-এলইডি ফ্ল্যাশ সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে। এগুলি হল, ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি এআই লেন্স। একই সাথে, ফোনের সামনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ৬০০০ এমএএইচের ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফেনটি Magic Blue, Speed Purple ও Dazzle Black এ তিনটি রংয়ে পাওয়া যাচ্ছে।
দাম :Tecno Pova স্মার্টফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে মাত্র ৯,৫৯৯ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।