ইংল্যান্ডের দ্য হানড্রেডে দল কিনল আরো একটি ভারতীয় কোম্পানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের মালিকানায় থাকা কলানিথি মারানের সান গোষ্ঠী এবার ১১০০ কোটি টাকায় নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানা পেয়েছে।
অবশ্য এর আগে থেকেই দ্য হানড্রেডের আরো দুটি দলের মালিকানা য়াছে ভারতীয়দের দখলে। প্রথমে মুকেশ অম্বানীর মুম্বাই ইন্ডিয়ান্স দল কিনেছিল এই লিগে। এর পরে সঞ্জীব গোয়েনকার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও ইংলিশ লিগটিতে দল কিনেছে।
তবে বাকি দুটি দলের থেকে সানরাইজার্সের দল কেনার ক্ষেত্রে একটি পার্থক্য আছে। মুম্বাই ইন্ডিয়ান্স দ্য হানড্রেডের দল ওভাল ইনভিন্সিবলসের ৪৯ শতাংশ মালিকানা কিনেছিল। ম্যানচেস্টার অরিজিনালসের ৭০ শতাংশ মালিকানা কিনেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু সুপারচার্জার্সের ১০০ শতাংশ মালিকানা কিনেছে সানরাইজার্স।
সুপারচার্জার্সের মালিকানা ছিল ইয়র্কশায়ার কাউন্টির হাতে। তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জয় প্যাটেল বলেন, ‘সান গোষ্ঠীর সঙ্গে এই জুটি গড়তে পেরে আমরা খুশি। আশা করছি, আগামী দিনে আমরা এই দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’
যেখানে বাকি সব দল পুরো মালিকানা ছাড়ছে না, সেখানে কেন ইয়র্কশায়ার ১০০ শতাংশ মালিকানা ছাড়ল? এমন প্রশ্নের উত্তরে জানা গেছে, ইয়র্কশায়ার আর্থিকভাবে বাজে অবস্থায় আছে। সেই কারণেই সানরাইজার্স পুরো ১০০ শতাংশ মালিকানা পেয়েছে।
এর আগে ভারতের বাইরের কোনো লিগে একটিই দল ছিল সানরাইজার্সের। দক্ষিণ আফ্রিকার লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপ। তারা সেই লিগে দুবারের চ্যাম্পিয়ন। আইপিএলেও একবার চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।